ঢাকাবুধবার , ২৪ এপ্রিল ২০২৪
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

টেকনাফে বিজিবি’র অভিযানে ৯কোটি ৯০লাখ টাকার ইয়াবাসহ নৌকা জব্দ

প্রতিবেদক
নিউজ ভিশন
৬ অক্টোবর ২০১৯, ৮:৩৫ অপরাহ্ণ

Link Copied!

ফরহাদ আমিন:
কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে৯কোটি৯০লাখ টাকার মূল্য মানের৩লাখ৩০হাজার পিস ইয়াবাসহ কাঠের নৌকা জব্দ করেছে বিজিবি।রবিবার ভোরে সাবরাং ইউপি নাফনদী সংলগ্ন পিএসসি পোষ্ট এলাকা থেকে ইয়াবা গুলো উদ্ধার করা হয়।এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
টেকনাফের ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান (পিএসসি) জানান,মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান প্রবেশ করবে।এমন তথ্য ভিত্তিতে টেকনাফ বিওপি একটি বিশেষ টহলদল সাবরাং বিএসপি পোষ্ট এলাকায় অভিযানে গেলে ৪-৫জন ব্যক্তিকে হস্তচালিত নৌকা যোগে নাফনদী পার হয়ে নদীর কিনারায় আসা মাত্রই টহলদল তাদের চ্যালেঞ্জ করলে তারা নৌকা হতে ঝাঁপিয়ে পড়ে অন্ধকারের সুযোগ নিয়ে কেওড়া বাগানের পাশের জঙ্গলের দিকে পালিয়ে যায়।পরে উক্ত স্থান তল্লাশি করে নয় কোটি নব্বই লাখ টাকার মূল্য মানের ৩লাখ ৩০হাজার পিস ইয়াবাসহ নৌকাটি জব্দ করা হয় ।তিনি আরো জানান,জব্দকৃত নৌকাটি টেকনাফ শুল্ক গুদামে জমা করার প্রক্রিয়াধীন রয়েছে।ইয়াবাগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে।পরে ঊর্ধ্বতন কর্মকর্তা,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর প্রতিনিধি,গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।

139 Views

আরও পড়ুন