মোঃ ফুরকান মিয়া, ভৈরব প্রতিনিধি
আজ রবিবার ভোর সাড়ে ৪টায় ভৈরবের বটতলা রোডের চালের আড়তে অগ্নিকাণ্ডে ৩ টি দোকান পুড়ে গেছে। খবর পেয়ে ভৈরব বাজার ফায়ার স্টেশন ও ভৈরব নদী ফায়ার স্টেশনের ২টি ইউনিট ২ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রেনে আনে।
ফায়ার সার্ভিস সুত্রে জানা যায়, ভোরে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়ে পুরো আড়তে আগুন ছড়িয়ে পরে। পরে প্রত্যক্ষদর্শীরা ফায়ার সার্ভিসকে খবর দিলে ২ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনেন। এ অগ্নিকাণ্ডে ১ কোটি ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্থরা।