সিফাতুল্লাহ, চাঁপাইনবাবগঞ্জ থেকে:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ কানসাট সোলেমান মিঞা ডিগ্রী কলেজের নতুন আপডেটকৃত ওয়েব সাইটের শুভ উদ্বোধন ঘোষনা করা হয়েছে । সোমবার দুপুর ১২ টায় কলেজ মিলনায়তনে অধ্যক্ষ মো: শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ ১ শিবগঞ্জ আসনের মাননীয় সংসদ সদস্য গোলাম রাব্বানী এমপি মহোদয় । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ পৌরসভার মেয়র এআরএম কারিবুল হক রাজিন, পুকুরিয়া মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুর রাকিব ও শিবগঞ্জ টেকনোলিংক টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের পরিচালক প্রকৌশলী নিয়ামুল হক । এছাড়াও অনুষ্ঠানে অত্র কলেজের শিক্ষক শিক্ষিকাবৃন্দ ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন । উল্লেখ্য, উদ্বোধনকৃত ওয়েবসাইটটি শিবগঞ্জ টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের পুরোপুরি তত্ত্বাবধান ও ডিজাইনে সরবরাহ করা হয় ।