সাত্তার সিকদার, লোহাগাড়া (চট্টগ্রাম), প্রতিনিধিঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় এসি বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মফিজ নামের এক ট্রাক হেলপার নিহত হয়েছে।
নিহত মফিজ(৩৪) ভোলা জেলার চরফ্যাশন এলাকার বাসিন্দা। এঘটনায় ট্রাকের চালকসহ অন্তত ১৫ জন গুরুতরভাবে আহত বলে জানা গেছে।
শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক ৭টার দিকেএ উপজেলার চুনতি এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় ও প্রতোক্ষদর্শী সুত্রে জানা যায়, উপজেলার চুনতি ইউনিয়নের চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি মিঠার দোকান এলাকায় ইসলাম মিয়ার বাড়ীর সামনে কক্সবাজারমুখী শাহ আলী এসি পরিবহন ও প্যারাগন ট্রান্সপোর্টের ট্রাক (চট্টমেট্টো-ট ১১-৯১১০) মুখোমুখি সংঘর্ষ হয়। যাত্রীবাহী বাস ও ট্রাকের সম্মুখভাগ দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলে ট্রাকের হেলপার মারা যায় এবং অন্তত ১৫ জন আহত হয়েছে বলে জানা গেছে। তৎখানিক আহতদের নাম, ঠিকানা পাওয়া যায়নি।
দূর্ঘটনার খবর পেয়ে দোহাজারী হাইওয়ে থানার এসআই মোঃ হোসেনের নেতৃত্বে একটি টিম এবং লোহাগাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি টিম ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম চালিয়েছে।
জানতে চাইলে,দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ খাঁন মোঃ এরফান জানান, শাহ আলী নামের এসি বাস ও ট্রাকের মুখোমুখী সংঘর্ষ হয়। এসময় মফিজ নামের ট্রাক হেলপার মারা যান। দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাক দোহাজারী থানা হেফাজতে নিয়ে আসা হয়েছে বলেও তিনি জানান।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০