শামীম পারভেজ - রাজশাহী জেলা প্রতিনিধি ঃ
রাজশাহী নগরীতে চেকপোস্টে কনস্টেবলের উপর মোটর সাইকেল তুলে দিয়েছেন এক জন বেপড়ুয়া চালক। গতকাল শনিবার সন্ধ্যায় নগরীর শাহমুখদম থানার কৃষ্টগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় মোঃ ইমান আলী (২৫) নামের ওই চালককে আটক করেছে পুলিশ। ইমান আলী পবা থানাধীন নওহাটা বাজার এলাকার মোঃ আলাউদ্দিনের ছেলে।
পরে গুরতর আহত আবস্থায় পুলিশ কনস্টেবল আব্দুল কুদ্দুসকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। তিনি বর্তমানে ৮ নং ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন ।
জানতে চাইলে শাহ মখদুম থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুদ রানা বলেন, কৃষ্টগঞ্জ এলাকায় পুলিশ চেকপোস্টে শিগনাল দিলে ইচ্ছাকৃত ভাবে কনস্টেবল আব্দুল কুদ্দুসের গায়ে মোটর সাইকেল তুলে দেয় ওই চালক।
এতে তার মুখে, চোখের কোনায় ও হাতে গুরুতর আঘাত প্রাপ্ত হন। এবং আঘাত প্রাপ্ত স্থানে ৬ টি সেলাই পড়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলেও জানান ওসি।
আহত কনস্টেবল আব্দুল কুদ্দুস(৪০) তিনি নগরীর শাহ মখদুম থানায় কর্মরত রয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০