মো.মিজানুর রহমান নাদিম,বরগুনা প্রতিনিধি: বরগুনা মহাসড়কের এস এন্ড বি তৈলের পাম্পের একটু সামনে বরগুনাগামী শ্রাবণী এন্টারপ্রাইজ ও ব্যাটারিচালিত ইজিবাইক অটোরিকশার সাথে আজ সন্ধ্যা ৬ টা ২০ মিনিটে সময় মুখোমুখি সংঘর্ষে মিশুক অটোরিকশা চালকসহ দুইজন গুরুতর আহত হয়েছেন। জানা যায বরগুনা কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও খেজুরতলা গ্রামের মোঃ খবিরের ছেলে মোঃ আমিনুর রহমান লিটন একই গ্রামের মোঃ সিদ্দিকুর রহমানের ব্যাটারি চালিত মিশুক অটোরিকশায় তাহার বাড়িতে যাচ্ছিলেন। মিশুক অটোরিকশাটি বরগুনা এস এন্ড বি ফিলিং স্টেশনের একটু সামনে পৌঁছালে বরিশাল থেকে ছেড়ে আসা বরগুনা গামী শ্রাবণী এন্টারপ্রাইজ নামের একটি বাসের বেপরোয়া গতির কারণে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের ফলে মিশুক অটোরিকশা চালক মোঃ সিদ্দিকুর রহমান ও যাত্রী মোঃ আমিনুর রহমান লিটন গুরুতর আহত হন। স্থানীয় লোকজন আহত দুজনকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসলে বরগুনা জেনারেল হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক আহতদের অবস্থা গুরুতর দেখে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পেরন করে।
এব্যপারে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবির মোহাম্মদ হোসেন ঘটনার কথা শুনে সাথে সাথে পুলিশ পাঠিয়ে বাসগাড়ি আটক করে।