সাত্তার সিকদার,লোহাগাড়া(চট্টগ্রাম), প্রতিনিধিঃ
বিপুলসংখ্যক মানুষের উপস্থিতিতে চট্টগ্রামের লোহাগাড়ার উত্তর বড়হাতিয়া আদর্শ ইবতেদায়ী মাদরাসায় ফ্রি চিকিৎসা ক্যাম্প সম্পন্ন হয়েছে। হাজী আবুল খায়ের ফাউন্ডেশনের উদ্যোগে এই ক্যাম্পের আয়োজন করা হয়।
আজ শুক্রবার (১১ নভেম্বর) ১০ জন বিশেষজ্ঞ ডাক্তার, সহকারী ও নার্সের মাধ্যমে এই ফ্রি চিকিৎসাসেবা দেওয়া হয়। এতে প্রায় ৫ শতাধিক রোগী চিকিৎসাসেবা পেয়েছে।
বিশেষজ্ঞ ডাক্তারদের মধ্যে ছিলেন গাইনি ও প্রসূতি, নবজাতক শিশু, মেডিসিন, হৃদরোগ, ডায়াবেটিস, কিডনি, বাত-ব্যথা, চর্ম ও যৌনসহ বিভিন্ন ক্ষেত্রের বিশেষজ্ঞরা।
দিনব্যাপি এই ফ্রি চিকিৎসাসেবায় নিয়োজিত ছিলেন চট্টগ্রাম নগরের বিভিন্ন হাসপাতালে কর্মরত ডা,জায়েদ হোসাইন, ডা,আমিন ইসলাম,ডা,সাঈদা নাফিসা,ডা,সাজ্জাদ উপল,ডা,হাবিব ফয়সাল,ডা,সালমা সাথী,ডা,আবিদা আকতার,ডা,আশফাক ইসলাম প্রমুখ।
বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিতে এই চিকিৎসা ক্যাম্প সুষ্ঠুভাবে পরিচালনার জন্য স্বেচ্ছাসেবক হিসেবে অর্ধ শতাধিক কর্মী নিয়োজিত ছিলেন।
উক্ত ক্যাম্পের সার্বিক দায়িত্বে ছিলেন লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আবুল খাইর এর সুযোগ্য ছেলে আলহাজ্ব মোহাম্মদ ইদ্রিস, মোহাম্মদ আলী ও ইউপি সদস্য আবু বক্কর ছিদ্দিক।