আবদুর রাজ্জাক, বিশেষ প্রতিনিধি।।
শতভাগ স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে মহেশখালী হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
১৭ আগস্ট বুধবার সকাল ১০টায় স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহাফুজুল হক এর সভাপতিত্বে (আরএমও) ডাঃ আবুল কাসেম সঞ্চালনায় এ সভায় প্রধান অতিথি ছিলেন,কক্সবাজার-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আশেক উল্লাহ রফিক।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহাফুজুল হক সভায় অভিহিত করেন,গত মে মাসে থেকে শুরু করে ১৬আগস্ট পর্যন্ত ৩৭জন ডেলিভারী মা কে ইমারজেন্সী ফ্রি অপারেশনের নবজাতক ভূমিষ্ট করতে সেবা দিয়েছে।
২২সালের জানুয়ারী থেকে ১৬ আগস্ট পর্যন্ত ১০৪৩ জন নবজাতক শিশু মহেশখালী হাসপাতালে ডেলিভারী সেবা পেয়েছে। শুধু আগস্ট মাসের ১৬ দিনে হাসপাতালে জন্ম নিয়েছে ১০৩জন নবজাতক।
নতুনভাবে মহেশখালী হাসপাতালে প্রাথমিক চোক্ষ চিকিৎসা সেবা ক্ষেত্রে কমিউনিটি ভিশন সেন্টার চালু করা হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ এর অভিজ্ঞ চিকিৎসকগণ টেলিমেডিসিনের মাধ্যমে চিকিৎসা সেবা প্রদান করবে মহেশখালী হাসপাতালে অবস্থান করে।মহেশখালী হাসপাতালে করোনা টিকা প্রদান বিষয়ে তথ্য তুলে ধরে ডাঃ মাহফুজুল হক জানান করোনার টিকার গ্রহণের জন্য রেজিস্ট্রেশন করেছে এক লক্ষ ৭৯হাজার ৫১০জন, প্রথম ডোজ গ্রহণ করেছে ২লক্ষ ৭১০১০জন,২য় ডোজ গ্রহণ করেছে ২লক্ষ ৫৩ হাজার ১৭৩ জন,বোস্টার ডোজ গ্রহণ করেছে৫৫৪৪০জন।
হাসপাতালের জনবল সংকটের তথ্য মহেশখালী হাসপাতালে হাসপাতলে প্রথম শ্রেণীর চিকিৎসক কোটা রয়েছে ২৯জন, পদায়ন আছে ১৪ জন, শূন্য কোটা রয়েছে ১৫জন,দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তা কোটা রয়েছে ৩২জনের, কর্মস্থলে রয়েছে২১ জন শূন্য রয়েছে ১১জন, ৩য় শ্রেণীর কোটা রয়েছে ১৩৬জন,কর্মস্থলে রয়েছে ৭৬জন,শূন্য ৬০ রয়েছে জন।চতুর্থ শ্রেণীর কোটা রয়েছে ২৩জন কর্মস্থলে আছেন ৮জন,শূন্য রয়েছে ১৫জন।টেলিমেডিসিন এর মাধ্যমে সেবা ১লা জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত ১৬৫৭জনকে সেবা দিয়েছে। হাসপাতালে জরাজীর্ণ ঝুঁকিপূর্ণ অবকাটামো,আবাসন সমস্যা, জনবল সংকট রযেছে বলে অবহিত করেন।
যথাযথ স্বাস্থ্যসেবা নিশ্চিত করণে মহেশখালী হাসপাতালে হাসপাতালকে ১০০বেড এ উন্নিত করার দাবি জানান ব্যবস্থাপনা কমিটির সদস্যরা।
নব সংযোজিত অ্যাম্বুলেন্স এর মাধ্যমে মহেশখালী থেকে মূমুর্ষ ও ভর্তিকৃত রোগী যাদেরকে রেফার করা হয়। এ সকল রোগীকে সরাসরি চট্টগ্রামসহ বিভিন্ন মেডিকেলে হাসপাতালে সরকারী নিয়মে দ্রুত নেওয়ার ব্যবস্থা রয়েছে মহেশখালী হাসপাতালে।
মাসিক সভায় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইয়াছিন,মহেশখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আনোয়ার পাশা চৌধুরী,
মহেশখালী থানার অফিসার ইনচার্জ প্রণব চৌধুরী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা তাপস দত্ত,
জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এম আজিজুর রহমান বিএ, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যার মিনুয়ারা ছৈয়দ, বীর মুক্তিযোদ্ধা ছালেহ আহমদ, মাতারবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হায়দার, মহেশখালী প্রেসক্লাবের সভাপতি আবুল বশর পারভেজ, আবাসিক মেডিকেল অফিসারগণ'সহ আরো অনেকে।
সভায় প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব আশেক উল্লাহ রফিক এমপি বলেন, বর্তমান সরকার স্বাস্থ্য সেবাসহ সকল ক্ষেত্রে আন্তরিক। কোন রোগী স্বাস্থ্য সেবা নিতে এসে যেন ফিরে না যায়, সেদিকে সকল ডাক্তার, নার্সসহ সংশ্লিষ্টদের সজাগ থাকার আহ্ববান জানান। পরে কমিউনিটি ভিশন সেন্টারের শুভ উদ্বোধন করবেন কক্সবাজার-২মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব আশেক উল্লাহ রফিক।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০