মো.সফিকুল আলম দোলন, পঞ্চগড়ঃ
গত রবিবার পঞ্চগড়ের বোদা উপজেলার বোদা ইউনিয়নে বালাভীর গ্রামে পল্লীকর্ম-সহায়ক ফাউন্ডেশন এর আর্থিক সহায়তায় সূচনা সমাজ উন্নয়ন সংস্থা সমৃদ্ধি কর্মসূচির আয়োজনে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু ক্যাম্প করা হয়।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ৮ নং বোদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অখিল চন্দ্র ঘোষ(শিশা বাবু) চক্ষু ক্যাম্প উদ্বোধন করেন । সে সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাবু উদয় কুমার ঘোষ,সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ, বোদা ইউনিয়ন শাখা, ইউপি সদস্য এরাজ উদ্দিন, সংরক্ষিত নারী ইউপি সদস্য পারভিন বেগম,বিশিষ্ট সমাজসেবক আব্দুল বাসেত,পজির উদ্দিন,সমৃদ্ধি কর্মসূচি’র ফোকাল পার্সন ধর্মজয় বর্মন,সমৃদ্ধি কর্মসূচির স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ আরিফুজ্জমান, গ্রামীণ চক্ষু হাসপাতালের স্বাস্থ্য টিম ,সমৃদ্ধি কর্মসূচির স্বাস্থ্য পরিদর্শক বৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তি বর্গ । ডাঃ মোঃ আজিজুল আলম খান সাদী ,এমবিবিএস, বিসিএস(স্বাস্থ্য) চক্ষু বিশেষজ্ঞ কনসালটেন্ট গ্রামীণ চক্ষু হাসপাতাল, ঠাকুরগাঁও এর নেতৃত্বে গ্রামীণ চক্ষু হাসপাতালের স্বাস্থ্য টিম মোট ২৩৯ জন চক্ষুরোগির চিকিৎসা সেবা ও ওষুধ,চশমা বিতরণ করেন ও বাছাইকৃত ১৭ জন ছানী রোগীদের বিনামূল্যে অপারেশনের জন্য গ্রামীণ চক্ষু হাসপাতাল, ঠাকুরগাঁও তে প্রেরণ করা হয় ।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০