--পরিবারের অভিযোগ পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়নি
হুমায়ুন কবির পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি :
কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের নন্দীর পাড়া এলাকায় বিষাক্ত সাপের কামড়ে মোহাম্মদ জিহান(৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার(১২ অক্টোবর) সন্ধ্যা ৬টায় ছেলেটি বাহিরে খেলার সময় ফাটলে পা ঢুকলে আশ্রয় নেওয়া বিষাক্ত সাপটি কামড় দেয়, পরিবারের লোকজনকে বললে তাঁরা পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে আসে, কর্তব্যরত চিকিৎসক কিছু হবেনা বলেন এবং সাপের কামড়ের চিকিৎসা নেই বলেন,চকরিয়া নেওয়ার পথে শিশুটি মারা যায়।
নিহত জিহান পেকুয়া সদর ইউনিয়নের নন্দীর পাড়া এলাকার সালাউদ্দিনের ছেলে।
নিহত জিহানের দাদা আলী আহমদ জানান; বুধবার সন্ধ্যায় বাড়ীর উঠানে খেলার সময় ফাটলে জিহানের পা ঢুকে, ফাটলে আশ্রয় নেওয়া বিষাক্ত সাপ তাকে কামড় দেয়। কামড় খেয়ে জিহান দৌঁড়ে এসে পরিবারের সদস্যদের কামড়ের কথা জানান,আমরা তাৎক্ষনিক পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে নিয়ে যায়।কর্তব্যরত চিকিৎসক জিহানের কামড়ের স্থান দেখে কিছুই হয়নি বলে জানান এবং চিকিৎসা না দিয়ে বের করে দেন।
জিহানের অবস্থা অবনতি হওয়ার আমরা চকরিয়া ডুলাহাজারা মালুমঘাট মেমোরিয়াল খ্রিস্টান হাসতালের উদ্দেশ্যে রউনা হয়,গাড়িতে জিহানের অবস্থা দেখে চকরিয়া হাসপাতালে নিয়ে যায় এবং কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।আমার নাতিকে পেকুয়া হাসপাতালে চিকিৎসা না দিয়ে মেরে ফেলছে,আমি পেকুয়া হাসপাতালের ডাক্তারের বিচার চাই।
পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রধান কর্মকর্তা ডা.মহিউদ্দিন মাজেদ চৌধুরী বলেন; সাপের কামড়ের চিকিৎসা দেওয়াটা এ স্পর্সকাতর বিষয়। তাই উপজেলা পর্যায়ে এখনও এই চিকিৎসাটা দেওয়া হচ্ছে না। সাপে কামড়ানো রোগির কোন ওষধ এই মুহুর্তে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেই।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০