সুনামগঞ্জ জেলা প্রতিনিধি ::
সুনামগঞ্জের দোয়ারাবাজারে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ কার্যক্রম শক্তিশালীকরণে স্থানীয় সরকার, কমিউনিটি গ্রুপ ও কমিউনিটি সাপোর্ট গ্রুপের সাথে স্থানীয় পর্যায়ে করণীয় শীর্ষক এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ কর্তৃক স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে নন কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল প্রোগ্রামের উদ্যোগে মঙ্গলবার দুপুরে উপজেলার পান্ডারগাঁও ইউনিয়ন পরিষদ হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন উচ্চ রক্ত চাপ নিয়ন্ত্রণ প্রকল্পের সুনামগঞ্জ জেলার প্রজেক্ট অফিসার ডাঃ ইকবাল আহমেদ খান, মেডিকেল অফিসার ডাঃ দেব দুলাল দে পরাগ, বীর মুক্তিযোদ্ধা ফতেহফুল ইসলাম, স্বাস্থ্য সহকারী মোঃ লাল মিয়া, পান্ডারগাঁও ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মোশাহিদ আলী, কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) সুরজিৎ সুত্রধর, রওশন আরা প্রমুখ।