————-
কবি জসীমউদ্দীনের ভাষায়- অসময়ে চিকিৎসককে বন্ধু বটে কই, সুসময়ে দেখা হলে মুখ ফিরিয়ে লই। বাস্তব জীবনেও দেখা যায় রোগীর জীবন বাঁচাতে পারলে তবেই তারা ডাক্তার, আর না পারলে তারা হয় খুনী। তবুও তারা নিজেদের জীবন উৎসর্গ করে অন্যের জীবন সুস্থ রাখার লড়াই করে যান প্রতিনিয়ত। নিজের জীবন অন্যের তরে বিলিয়ে দেওয়ার মধ্যেই যেন ডাক্তারদের প্রকৃত সুখ। আজ ৪ ই সেপ্টেম্বর চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধিনে আব্দুল মালেক উকিল মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস ফাইনাল পরিক্ষায় সফলভাবে পাস করে স্বপ্নের ডাক্তার হওয়া বাস্তবে পরিণত করেন মেরাজুল ইসলাম দিপু। তার নামে এসে পরিবর্তন, এখন থেকে তার নামের আগে বসবে ডাক্তার শব্দটি। নামের পূর্বে ডাক্তার শব্দটি বসাতে তাকে অনেক কঠিন সময় পার করতে হয়েছে। মেরাজুল ইসলাম দিপু বলেন – “আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে ফাইনাল প্রফেশনাল পরীক্ষায় পাশ।
এখন থেকে নতুন এক পরিচয়,
ডা.মেরাজুল ইসলাম দিপু।
অবশেষে ছোট বেলার সেই ডাক্তার হওয়ার স্বপ্ন টা সত্যি হলো।আমার এতোদিনের পরিশ্রম সার্থক হলো।
কৃতজ্ঞতা আমার সকল শ্রদ্ধেয় শিক্ষকগণের প্রতি,আমার ব্যাচমেট, সিনিয়র, জুনিয়র শুভাকাঙ্ক্ষীদের প্রতি,যাদের দোয়ার বদৌলতে এইটুকু অর্জন করতে পারলাম।” তার আজকের এই আনন্দের দিনে ডাক্তার মেরাজুল ইসলাম দিপু কে অভিনন্দন বার্তা জানিয়েছেন, বর্তমান সময়ের তরুণ কবি,কলামিস্ট ও ফিচার লেখক হাসান মাহমুদ শুভ। হাসান মাহমুদ শুভ বলেন- আমি ও মেডিক্যাল সাইন্স নিয়ে পড়াশোনা করি।আমি জানি একজন মেডিক্যাল শিক্ষার্থীকে কতটা অমানবিক পরিশ্রম করতে হয়। দিপু ভাই আমার খুব পছন্দের একজন মানুষ। আজকে তিনি ডাক্তারী পাস করেছেন এতে আমি খুবই আনন্দিত। তার জন্য অনেক শুভকামনা ভালোবাসা রইল।
লেখাঃহাসান মাহমুদ শুভ
কবি,কলামিস্ট ও ফিচার লেখক।