স্বাস্থ্য ডেস্কঃ কক্সবাজারের চকরিয়া জেনারেল হাসপাতাল ও ট্রমা সেন্টারে শিশু বিশেষজ্ঞ ডা. সাদ্দাম হোসেন কর্তৃক আধুনিক ও কসমেটিক খৎনা কার্যক্রম চলছে। হাসপাতালটি উদ্বোধনের পর হতে আজ শিশুদের সাধারণ চিকিৎসার পাশাপাশি খৎনা এ সেবাপ্রদান করছেন।
প্রচলিত খৎনা পদ্ধতির তুলনায় কসমেটিক ডিভাইস ব্যবহারে এই খৎনা ব্যথাহীন, সেলাইবিহীন এবং দ্রুত আরোগ্য লাভের সুবিধা দেয় বলে জানিয়েছেন চিকিৎসক। এছাড়া ফলাফলও হয় ঝুঁকিমুক্ত ও সুন্দর।
ডা. সাদ্দাম হোসেন বলেন, “শিশুদের জন্য আমরা তৈরি করেছি সম্পূর্ণ শিশুবান্ধব পরিবেশ। এখানে খৎনা হচ্ছে আধুনিক ডিভাইসের মাধ্যমে। এতে নেই অযথা কষ্ট, নেই ভয়—বরং নিরাপদ চিকিৎসার নিশ্চয়তা।” তিনি আরও জানান, মা-বাবার মানসিক শান্তি ও সন্তানের নিরাপত্তা—এই দুই দিককেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।
উল্লেখ্য,প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত চকরিয়া জেনারেল হাসপাতাল ও ট্রমা সেন্টারে এ সেবা পাওয়া যাবে।