ঢাকাবুধবার , ৩০ এপ্রিল ২০২৫
  1. সর্বশেষ

কাপাসিয়ায় সিভিল সার্জনকে বাঁচাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টাফদের ফরমায়েশি মানববন্ধন

প্রতিবেদক
নিউজ ডেস্ক
১ মে ২০২৫, ১২:০৮ পূর্বাহ্ণ

Link Copied!

শামসুল হুদা লিটন:

গাজীপুরের কাপাসিয়ায় সিভিল সার্জন ডাঃ মোঃ মামুনুর রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অপপ্রচার ও মিথ্যাচারের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

৩০ এপ্রিল বুধবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা- কর্মচারীদের ব্যানারে ঘন্টাব্যাপী আয়োজিত মানববন্ধনে হাসপাতালের স্টাফরা অংশ গ্রহণ করে।

কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগিদের ওষুধ না দেয়ায় মেয়াদ উত্তীর্ণ হয়ে পড়ে আছে, মর্মে সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। সংবাদে তৎকালীন কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং বর্তমানে গাজীপুর জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ মামুনুর রহমানকে জড়িয়ে সংবাদ প্রকাশ হয়। এর প্রতিবাদে ডাক্তার, নার্স, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, স্বাস্থ্য সহকারী, সিএসসিপি, স্বাস্থ্য পরিদর্শক, স্যানিটারি ইন্সপেক্টর ও চতুর্থ শ্রেণি কর্মচারীসহ বিভিন্ন পর্যায়ের দুই শতাধিক স্বাস্থ্য কর্মীরা এ মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

মানববন্ধন কর্মসূচিতে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ চিত্ত রঞ্জন দাস, সহকারী স্বাস্থ্য পরিদর্শক আনিসুর রহমান, সিএসসিপি কামাল হোসেন, শহীদুল ইসলাম, স্বাস্থ্য সহকারী ওসমান গনি, মামুন পারভেজ, ভারপ্রাপ্ত স্যানিটারি ইন্সপেক্টর কাজী জাহাঙ্গীর আলম, হ্যাল্থ প্রোভাইডার আলাউদ্দিন, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মোঃ মজিবুর রহমান প্রমুখ।

মানববন্ধনে বক্তারা সিভিল সার্জন ডাঃ মোঃ মামুনুর রহমানকে নির্দোষ দাবি করে বলেন, দীর্ঘদিন তিনি কাপাসিয়া চাকরি করেছেন। কখনো উনার বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল না। তিনি অত্যন্ত সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। একটি কুচক্রী মহল উদ্দেশ্যমূলক ভাবে তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। উপস্থিত সহকর্মীরা উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আসল ঘটনা উদঘাটনের দাবি জানান।

সম্প্রতি গণমাধ্যমে কাপাসিয়ায় হাসপাতালে মজুদ লাখ লাখ টাকার সরকারি ঔষধ মেয়াদ উত্তীর্ণ-এ সংক্রান্ত সংবাদ প্রকাশের পর স্বাস্থ্য অধিদপ্তর তদন্ত কমিটি গঠন করে। এ নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হলে বিষয়টি দুদকের নজরেও আসে। এরই ধারাবাহিকতায় সোমবার (২৮ এপ্রিল) দুদক, গাজীপুর জেলা সমন্বিত কার্যালয়ের কর্মকর্তাগণ হাসপাতালে দিনব্যাপী অভিযান চালায়।

দুদকের এ অভিযানে অংশ নেন দুদক গাজীপুরের সহকারী পরিচালক মোঃ সেলিম মিয়া, উপ সহকারী পরিচালক প্রান্তিক সাহা।

অপরদিকে, স্বাস্থ্য অধিদপ্তরের তদন্ত কমিটির সদস্যরাও একই দিন হাসপাতাল পরিদর্শন করেন। তদন্ত কমিটির সদস্যদের মধ্যে ডিজি হেলথের উপজেলা হেলথ কেয়ার বিভাগের উপপরিচালক ডা. আজিজ, ঢাকা বিভাগের উপপরিচালক ডা. হারুনর রশীদ এবং ঢাকা বিভাগের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. জমির মো: হাসিবুস সাত্তার দিনব্যাপী তদন্ত কাজ পরিচালনা করেন।

এ সময় গাজীপুর জেলা সিভিল সার্জন ও সাবেক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মামুনুর রহমান, বর্তমান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাবিবুর রহমান, সাবেক স্টোর কিপার আব্দুর রাজ্জাক ও বর্তমান স্টোর কিপার আজহারুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের তদন্ত কমিটি ও দুদক কর্মকর্তাগণ পৃথকভাবে জিজ্ঞাসাবাদ করেন।

দুদক গাজীপুরের সহকারী পরিচালক মোঃ সেলিম মিয়া জানান, কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা প্রদানে অনিয়ম ও হয়রানি এবং সরকারি ওষুধ বিতরণে অবহেলার অভিযোগের পরিপ্রেক্ষিতে এনফোর্সমেন্ট পরিচালনা করা হয়। অভিযানকালে হাসপাতালে চিকিৎসাসেবার মান, ওষুধের মজুত রেজিস্টার, ওষুধ বিতরণ রেজিস্টার, রোগীদের খাবারের মানসহ অন্যান্য বিষয় পর্যবেক্ষণ করা হয়। এ সময় হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার কারণে বিপুল পরিমাণ মেয়াদ উত্তীর্ণ ওষুধ এবং যন্ত্রাংশ স্টোরে নষ্ট হয়ে পড়ে থাকতে দেখা যায়। এ ছাড়া ওষুধ বিতরণে অনিয়মের অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।

এ ঘটনার জের হিসেবে আজ কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত স্টাফরা সিভিল সার্জনের পক্ষে মানববন্ধন করে।

অনেকেই এ মানববন্ধনকে একটি সিন্ডিকেটের ফরমায়েশি মানববন্ধন বলে অভিহিত করেছেন। তারা বলেন, মানববন্ধন করে প্রকৃত ঘটনা ধামাচাপা দেয়া যাবেনা। অনেকেই মানববন্ধনকে শাক দিয়ে মাছ ঢাকার একটি অপচেষ্টা। গতকাল দুদক ও স্বাস্থ্যবিভাগের তদন্ত টিমের সাথে মানববন্ধনে অংশগ্রহণকারী স্টাফরা সিভিল সার্জনের পক্ষে নিজেদের বক্তব্য উপস্থাপন করতে পারতো। তদন্ত টিমের কাছে নিজেদের বক্তব্য না দিয়ে প্রকাশ্যে মানুষকে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত করে ঘন্টার পর ঘন্টা মানববন্ধন করা অনৈতিক ও শৃঙ্খলা বিরোধী বলে অনেকেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। স্থানীয় জনগণ সংশ্লিষ্ট কতৃপক্ষকে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা বের করার আহবান জানান।

26 Views

আরও পড়ুন

অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স: প্রতিরোধে জনসচেতনতা জরুরি

ভয়াল ২৯ এপ্রিল ১৯৯১ : যে স্মৃতি আজো কাঁদায়!!

আঙ্গরে বাড়ি কাছে কোন স্কুল নাই ; আঙ্গরে স্কুল ফিরিয়ে দিন

কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়মের অভিযোগে দুদক ও বিভাগীয় তদন্ত টিমের অভিযান

প্রয়াত মায়ের সঞ্চয়ের টাকায় প্রতিবেশিকে সাবমারসিলবল কিনে দিলেন আইউবী

বিশ্ববিদ্যালয়ে ভর্তির চান্স পেল পাঙাল সম্প্রদায়ের কৃতি শিক্ষার্থী তামান্না

সংবাদ সম্মেলনে মিথ্যা বক্তব্যের প্রতিবাদে সুবিপ্রবি’র সাধারণ শিক্ষার্থীদের মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি

কমলগঞ্জের তামান্না রেজা চান্স পেলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে

মাছের চর ও কাকড়ার চর দখল নিয়ে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষ,

অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স: নীরব মহামারির পথে?

টেকনাফে অপহৃত উদ্ধার,অস্ত্র-গুলিসহ অপহরণকারী চক্রের এক সদস্য আটক

নার্সিং শিক্ষার্থীদের ফ্যাসিস্ট বলা মূর্খতা