হাসান মাহমুদ শুভ :
ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ এন্ড হসপিটাল। বাংলাদেশের সুনামধন্য একটি বেসরকারি মেডিকেল কলেজ। যার অবস্থান গাজীপুর, টঙ্গী তে।
ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ মেইন বয়েজ হোস্টেল এর এক বছরের জন্য সার্বিক বিষয় পরিচালনার জন্য নির্বাচিত হয়ে দায়িত্ব নিয়েছিলেন আইএমসি ২১ তম ব্যাচের শাহজালাল মাহমুদ আবির এবং মীর মোহাম্মদ ফয়সাল হোসেন। যাদের সার্বিকভাবে দিকনির্দেশনা দিয়েছেন প্রধান হোস্টেল সুপার ডা: রাকিব ইসলাম এবং সহকারী হোস্টেল সুপার ডা: মশিউর রহমান।
আজ ২৩ এপ্রিল রোজ বুধবার আনুষ্ঠানিকভাবে বিদায় নেন। উক্ত অনুষ্ঠানটি সুন্দরভাবে সফল করেছেন আইএমসি ২২,২৩,২৪,২৫ তম ব্যাচ।
সদ্য বিদায় নেওয়া মনিটরদের ফুলের বুকেট দিয়ে বিদায় জানান হোস্টেল সুপার ডা: রাকিব ইসলাম এবং ডা: মশিউর রহমান ।
এতে উপস্থিত ছিলেন নবনির্বাচিত মনিটর আইএমসি ২২ তম ব্যাচের রাইদ হাসান রিদুল এবং ইমাম আহম্মেদ মাছুম সহ বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীবৃন্দ।
প্রধান হোস্টেল সুপার ডা: রাকিব ইসলাম বলেন, “আমার দুই মনিটরের ম্যানেজিং ক্ষমতা খুবই ভালো। তারা তাদের দায়িত্ব সফলভাবে সম্পন্ন করেন।”
সহকারী হোস্টেল সুপার ডা: মশিউর রহমান বলেন, “আমার দেখা এ পর্যন্ত বেস্ট মনিটর আবির এবং ফয়সাল।
মনিটর আবির এবং ফয়সাল বলেন, “আমাদের উপর অর্পিত দায়িত্ব আমরা সঠিকভাবে পালন করার সর্বোচ্চ চেষ্টা করেছি। এক্ষেত্রে, ডা: রাকিব ইসলাম এবং ডা: মশিউর রহমান আমাদের সবসময় পাশে থেকেছেন। পাশাপাশি, হোস্টেল অবস্থারত সকল শিক্ষার্থী আমাদের কাজে সহযোগিতা করেন।
উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইএমসি ২৩ তম ব্যাচের একেএম. মাহমুদুল হাসান শান্ত।