শহিদুল ইসলাম রেদুয়ান
নিজেস্ব প্রতিবেদক : সুনামগঞ্জ সদর উপজেলার কাঠইর ইউনিয়নের ঘোলেরগাঁও, নোয়াগাঁও, কান্দাগাঁও, উলুতুলু’র গ্রামের উলামায়ে কেরামগণের সম্মিলিত উদ্যোগে ঈদ পূর্ণমিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ই এপ্রিল) ইউনিয়নের রাইশান কমিউনিটি সেন্টারে
মাওলানা গোলাম মোস্তফার সভাপতিত্বে ও মাওলানা মুসা আশ-শাকিরের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শায়েখ মাও শাব্বির আহমদ।
আলোচনা সভায় ৪ গ্রামের আগত উলামায়ে কেরামগণ পবিত্র ঈদুল ফিতরের পরবর্তী ঈদ পূর্ণমিলনী অনুষ্টানের আয়োজকবৃন্দের বিশেষ ধন্যবাদ জানিয়ে আগামী ঈদুল আযহা উপলক্ষ্যে বৃহৎ পরিসরে উলামায়ে কেরামগণের নিয়ে ঈদ পূর্ণমিলনী অনুষ্টান বাস্তবায়নের লক্ষ্যে অধ্যাপক মাওলানা মঈনুল হক মুমিন কে আহব্বায়ক নির্বাচিত করা হয়েছে৷
তাছাড়া উলুতুলু মহিলা মাদ্রাসার মুহতামিম শায়েখ মাও.শাব্বির আহমদ, মাও.ফারুক আহমদ, মাও.মোহাম্মদ আলী,
হাফিজ হাফিজুর রহমান আবু হানিফা,মাও.মারজান আহমদ, মাও.মঈনুল ইসলাম, মাও.মোস্তাক আহমদ মিছবাহ, মাও.মাহবুবুর রহমান আমিনী, মাও জাহাঙ্গীর আলম, মাও.মুরসালিন, হাফিজ মুজাম্মিল হক মুবিন, মাও.মিছবাউর রহমান সহ প্রমুখ পূর্ণমিলনীতে উপস্থিত ছিলেন।