সুনামগঞ্জ প্রতিনিধি :
সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের পুরানলক্ষণশ্রী গ্রামের সরকারী রাস্তার মাটি কেটে বিক্রি করার অভিযোগ এনে জেলা প্রশাসক বরাবরে অভিযোগ দায়ের করেছেন একই গ্রামের আব্দুল লতিফ। অভিযোগে উল্লেখ করা হয়েছে পুরান লক্ষণশ্রী গ্রামের গাবরু মিয়ার পুত্র আব্দুল ছোবহান , তার সহযোগী মোঃ ইব্রাহিম, আব্দুল ফজল, আব্দুল কদ্দুছ, সংঘবদ্ধভাবে বিগত ২৮ চৈত্র পুরান লক্ষণশ্রী গ্রামের সরকারি গোপাট ভুমির ২০ হাজার ঘনফুট মাটি কাটিয়া তাদের নিজের স্বাথ চরিতাথ করিয়াছেন। যার মূর্য হবে দুই লক্ষ টাকা। এই বিষয় সম্পর্কে আব্দুল লতিফ ও তাজুল ইসলাম বলেন আমরা গ্রামের লোকজন তাদের বাধাঁ দিতে গেলে আমাদের তারা অকথ্য ভাষায় গালিগালাজ করে ও দেশীয় অস্ত্র নিয়ে আমাদের ধাওয়া করার চেষ্টা করে। দীঘ দিনের চলাচলের এই রাস্তাটি তারা জোরদখল করে নষ্ট করার কারণে গ্রামের লোকজন চলাচলে বিঘ্ন ঘটছে। তাই এই সমস্থ অন্যায় বিষয়ের দিকে প্রশাসনের সু দৃষ্টি কামনা করছেন এলাকাবাসী।