স্টাফ রিপোর্টারঃ
মুজিববর্ষ উপলক্ষে গৃহহীন হতদরিদ্র দু'পরিবারকে গৃহ নির্মানের জন্য ৪ শতক ভূমি দান করলেন উত্তর খুরমা ইউনিয়নের চেয়ারম্যান উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক বিল্লাল আহমদ। সোমবার (১৮ জানুয়ারী) ছাতক উপজেলা সাব রেজিষ্টার অফিসে উপস্থিত হয়ে হতদরিদ্র গৃহহীন ও ভূমিহীন দু'পরিবারকে দলিল রেজিষ্ট্রি করে দেন তিনি। ছাতক উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের জামিরখাই গ্রামের অসহায় হতদরিদ্র ভূমিহীন ও গৃহহীন রইছ আলীর স্ত্রী রেহেনা বেগম এবং সোনা উল্লাহ'র পুত্র বেলাল হোসেনকে মুজিববর্ষে সরকারি ঘর নির্মাণের জন্য ৪ শতক ভূমি দান করেছেন। মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রয়ন প্রকল্পের আওতায় অতিদ্রুত তাদের গৃহ নির্মানের প্রয়োজনীয় ব্যবস্হা গ্রহন করবেন উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রশিদ। দলিল রেজিষ্ট্রির সময় ছাতক উপজেলা সাব রেজিষ্ট্রার শাহিন আলম, সাবেক চেয়ারম্যান ও দলিল লেখক শাহাজুল ইসলাম, দলিল লেখক ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি রঞ্জন কুমার দাস, যুবলীগ নেতা খায়রুল হুদা সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০