সুনামগঞ্জ প্রতিনিধি
দোয়ারাবাজারে মুক্তি শ্রমজীবি সমবায় সমিতি লিমিটেডের উদ্যোগে বিপ্লব দাসের অকাল প্রয়ানে শোকসভা ও স্মৃতিচারণ করা হয়েছে। শুক্রবার বিকেলে মান্নারগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে মুক্তি শ্রমজীবি সমবায় সমিতি লিমিটেডের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা শ্রী গিরিন্দ্র দাসের সন্তান বিপ্লব দাস (২৫) স্বরণে শোকসভা ও স্মৃতিচারণ আলোচনা সভা করা হয়েছে। মুক্তি সমবায় সমিতির লিমিটেডের সভাপতি ইউপি সদস্য দীপক দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজল দাসের সঞ্চালনায় স্মৃতিচারণ আলোচনা সভায় ভার্চোয়ালে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান উপজেলাা আ.লীগের আহবায়ক অধ্যক্ষ ইদ্রিস আলী বীরপ্রতীক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আ.লীগ নেতা রাকেশ চন্দ্র দাস বাদল, মান্নারগাঁও ইউনিয়ন ওয়ার্ড আ.লীগের সভাপতি মুক্তিযোদ্ধা প্রীতিশ চক্রবর্তী, বিএনপি নেতা ইজ্জত আলী, বিশিষ্ট ব্যাবসায়ী কৃষ্ণ মোহন রায়, কৃৃষকলীগের আহবায়ক শহিদুল ইসলাম, আ.লীগ নেতা অসিত কুমার দাস, ইউপি সদস্য অজিত চন্দ্র দাস প্রজিত, বাবু চিত্ত রঞ্জন দাস, আব্দুল মতিন,অনিল দাস,রিটন দাস, বিধান দাস,সুজিত চন্দ,কুুুলেন্দ্র দাস, সমিরণ দাস, পঙ্কজ দাস পঙ্কু, সুমন রায়, নেপাল চক্রবর্তী, কামদা রায় প্রমুখ।