এম এ মোতালিব ভুঁইয়া :
দোয়ারাবাজারে আজমপুর-সাইডিং ঘাট সংলগ্ন স্থানে সুরমা নদীতে সেতু নির্মাণের দাবিতে এলাকাবাসীর মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার শরীফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে লক্ষ্মীপুর ইউপি চেয়ারম্যান আমিরুল হকের সভাপতিত্বে আ’লীগ নেতা আবদুল হান্নান ও অ্যাড. আনোয়ার হোসেনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত ৭ ইউনিয়নবাসীর মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, বিশিষ্ট শিক্ষাবিদ ও সাবেক ইউপি চেয়ারম্যান শাহজাহান মাস্টার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আবদুল হালিম বীরপ্রতীক, মাস্টার ফায়জুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সমাজ কর্মী হারুন অর রশীদ, সুরমা ইউপি চেয়ারম্যান খন্দকার মামুনুর রশীদ, বোগলাবাজার ইউপি চেয়ারম্যান আরিফুল ইসলাম জুয়েল, সাবেক ইউপি চেয়ারম্যান আহমদ আলী আপন, উপজেলা জাতীয় পার্টির সহসভাপতি মাস্টার নজির আহমদ, সাংবাদিক এম এ করিম লিলু, কবি ও সাংবাদিক মুহাম্মদ হাবীবুল্লাহ হেলালী,আ’লীগ নেতা বরুন চন্দ্র দাস, মোহাম্মদ মিলন খান, শহীদুল ইসলাম, সাবেক ছাত্রলীগ নেতা আবদুল হামিদ, রোটারিয়ান আক্তার হোসেন, সাবেক ইউপি সদস্য ইজ্জত আলী, ইউপি সদস্য মাশুক মিয়া, তাজির উদ্দীন মেম্বার, শফিকুল ইসলাম আর্মি, প্রভাষক জহিরুল ইসলাম, গোলাপ মিয়াা, সরওয়ার পাশা,ফরিদ মিয়া, ফিরিজ মিয়া প্রমুখ।
এসময় বক্তারা বলেন, সুরমা নদীর আজমপুর- সাইডিং ঘাট এলাকায় মুক্তিযোদ্ধা সেতু নির্মাণ করা উপজেলাবাসীর দীর্ঘদিনের দাবি। অবিলম্বে এখানে ব্রিজ নির্মাণে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের জোর দাবি জানানো হয়। পরে দাবি বাস্তবায়নে ৪৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। মতবিনিময় সভায় ৭ ইউনিয়নের জনপ্রতিনিধিসহ সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।