এম এ মোতালিব ভুঁইয়া :
দোয়ারাবাজারের ১নং বাংলাবাজার ইউনিয়ন অডিটরিয়ামে বিট-পুলিশিং নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭আগষ্ট) বিকালে বাংলাবাজার ইউপি চেয়ারম্যান জসিম মাষ্টারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ নাজির আলম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দোয়ারাবাজার থানার এসআই সজিব দত্ত,বাংলাবাজার জামে মসজিদের সভাপতি সিরাজ মিয়া,বাংলাবাজার ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রমিজ উদ্দিন,সাধারণ সম্পাদক ফজলুর রহমান,আওয়ামীলীগ নেতা এস এম হাসমত উল্ল্যাহ, ইউপি সদস্য আবু হানিফা, উজায়ের হোসেন ফারুক,আলাউদ্দিন,মোজাম্মেল হোসেন ও সংরক্ষিত মহিলা সদস্যসহ এলাকায় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় বক্তারা আইনী সহায়তা প্রত্যাশী সবাইকে নিজ নিজ সঠিক ও সত্য তথ্য সরাসরি পুলিশের নিকট উপস্থাপন করার জন্য অনুরোধ করেছেন। কোনভাবেই কোন টাউট বাটপার, দালাল ও স্বার্থান্বেষী কারও প্ররোচনায় যেন কেউ না পরে সেই বিষয়ে সকল জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সচেতন নাগরিকদের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। বৈশ্বিক কোভিট-১৯ মহামারি সহ যৌতুক, বাল্যবিবাহ, ইভটিজিং, মাদকদ্রব্য প্রতিরোধ বিষয়ে আলোচনা করা হয় এবং জনগনকে সচেতন করা হয়।