অলিউর রহমান স্টাফ রিপোর্টার:
করোনা ভাইরাস থেকে স্বপরিবারে সুস্থ হয়েছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিগত জাতীয় নির্বাচনে সুনামগঞ্জ-৫, ছাতক-দোয়ারাবাজার আসনের বিএনপি মনোনীত প্রার্থী মিজানুর রহমান চৌধুরী। মিজান চৌধুরীসহ স্ত্রী ইফরাত জাহান চৌধুরী ও পুত্র মেহজিব মিজান চৌধুরী করোনায় আক্রান্ত হয়েছিলেন। মঙ্গলবার প্রাপ্ত করোনার রির্পোটে তাদের সবার নেগেটিভ আসে। মিজানুর রহমান চৌধুরী জানান, করোনা ভাইরাসে আক্রান্তের খবর পেয়ে তার পরিবারের জন্য দলীয় নেতাকর্মী, আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী সহ অনেকেই দেশের বিভিন্ন স্থানে মসজিদ, মাদ্রাসায় মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করেছেন। দেশ-বিদেশের অগণিত শুভাকাঙ্ক্ষী সার্বক্ষণিক খোঁজখবর নেওয়ার জন্য তিনি সকলের প্রতি চির কৃতজ্ঞতা প্রকাশ করেন।