অলিউর রহমান,স্টাফ রিপোর্টার:
ছাতকের গোবিন্দগঞ্জ নতুন বাজারের জনতা ফার্মেসীর স্বত্তাধীকারী বিশ্বনাথ উপজেলার খাজান্সী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল করিমের দাফন সম্পন্ন হয়েছে।
গতকাল বুধবার রাত ৯ টায় সিলেটের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।।
বৃহস্পতিবার (৮এপ্রিল) সকাল ১১টায় গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদালয়ের মাঠে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে।
জানাজায় ইমামতি করেন মরহুমের পুত্র মাওলানা আখতার হোসেন।
জানাজায় উপস্থিত ছিলেন ছাতক-দোয়ারা আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, ছাতক উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল, সিলেট জেলা আওয়ামীলীগের সহসভাপতি গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজ এন্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সুজাত আলী রফিক,সিলেট জেলা পরিষদের সদস্য সানুর মিয়া,সুনামগঞ্জ জেলা পরিষদের সদস্য আব্দুস শহীদ মুহিত, অধ্যক্ষ আব্দুস সালাম আল মাদানী,বিশিষ্ট শিল্পপতি আশরাফুর রহমান চৌধুরী,উপজেলা আওয়ামীলীগ নেতা আওলাদ আলী রেজা, উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক আহমদ, ছৈলা আফজালাবাদ ইউনিয়নের চেয়ারম্যান গয়াছ আহমদ, গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান আখলাকুর রহমান, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব সুন্দর আলী, ফতেহপুর কামিল মাদ্রাসার অধ্যক্ষ সামছোদ্দোহা,সাবেক ভাইস প্রিন্সিপাল মাওলানা আবুয়ালী সিকান্দার, প্রবীণ মুরব্বি মুজিবুর রহমান, উপজেলা আওয়ামীলীগ নেতা মোশাহিদ আলী,আব্দুস সামাদ,গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান, এডভোকেট মাছুম আহমদ,যুবলীগ নেতা আবু হানিফা সায়মন,উপজেলা যুবদলের আহবায়ক সদরুল আমিন সোহান, যুবদল নেতা লায়েক আহমদ,সাবেক ছাত্রনেতা উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুর আলম,সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক আবু জাহিদ মোহাম্মদ আব্দুল গফফার সহ সামাজিক রাজনৈতিক বিভিন্ন শ্রেণী পেশার লোকজন।
দ্বিতীয় জানাজা শেষে তার নিজ বাড়ি বিশ্বনাথ উপজেলার পাড়পুর গ্রামে দাফন সম্পন্ন করা হয়েছে।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর এবং তিনি চার পুত্র,পুত্রবধূ ও দুই কন্যা,নাতি নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।