নিজস্ব প্রতিনিধি :: সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের মা জাহানারা বেগম চৌধুরী ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সোমবার (৭ ডিসেম্বর) দুপুর ১টা ৫৫ মিনিটে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তিনি ৪ ছেলে এক মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন গুনগ্রাহী রেখে গেছেন।
মরহুমার প্রথম জানাজা ছাতক শেখ রাসেল মিনি স্টেডিয়াম (মন্টু বাবুর মাঠে) মঙ্গলবার দুপুর দুইটায় ও দ্বিতীয় জানাজা বিকাল সাড়ে চারটায় মিনিটে আমেরতল গ্রামে অনুষ্ঠিত হবে।
এদিকে, সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দোয়ারাবাজার উপজেলা চেয়ারম্যান ডা আব্দুর রহিম,সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মো. ইদ্রিস আলী (বীর প্রতীক), উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনিয়া সুলতানা, দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নাজির আলম,দোয়ারাবাজার সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল খালেক,লক্ষীপুর ইউপি চেয়ারম্যান আমিরুল হক,বাংলাবাজার ইউপি চেয়ারম্যান জসিম মাষ্টার ,পান্ডারগাও ইউপি চেয়ারম্যান ফারুক আহমেদ,বোগলাবাজার ইউনিয়নের চেয়ারম্যান আরিফুল ইসলাম জুয়েল,সাবেক চেয়ারম্যান আহমদ আলী আপন,দোয়ারাবাজার প্রেস ক্লাবের আহবায়ক বজলুর রহমান,যুগ্ম আহবায়ক আলাউদ্দিন, সদস্য সচিব এম এ মোতালিব ভুঁইয়া, সাংবাদিক আশিক মিয়া,হাবিবুল্ল্যাহ হেলালী, হারুন অর রশিদ,এম এ করিম লিলু প্রমুখ।এছাড়াও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সামাজিক-সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন এবং ব্যক্তি শোক প্রকাশ করেছেন