ঢাকাবুধবার , ৮ মে ২০২৪
  1. সর্বশেষ

নোম্যান্সল্যান্ডে ফের কাটা তারের বেড়া নির্মাণের চেষ্টা বিএসএফের,বিজিবির বাঁধায় বন্ধ

প্রতিবেদক
নিউজ এডিটর
৩ ফেব্রুয়ারি ২০২৩, ১:১৬ পূর্বাহ্ণ

Link Copied!

মোস্তাকিম হোসেন,হিলি স্থলবন্দর সংবাদদাতা

আন্তর্জাতিক সীমানা আইন লঙ্ঘন করে দিনাজপুরের হিলি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) আবারো কাঁটাতারের বেড়া নির্মাণ কাজ বিজিবির বাঁধায় বন্ধ রয়েছে। বৃহস্পতিবার দুপুরে হিলির হিন্দু মিশন এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে হিলি সীমান্তে হিন্দু মিশন এলাকায় সীমানা ঘেঁষে ২৮৫ মেইন পিলারের ৩২ এস পিলারের কাছে কাঁটা তারের বেড়া নির্মাণের কাজ শুরু করে।পরে বডার গাড বাংলাদেশ বিজিবি ২০ ব্যাটালিয়নের সদস্যরা তাদের কাঁটা তারের বেড়া নির্মাণের বাঁধা দেয়।এসময় উভয় পক্ষের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। দুই বাহীনির অতিরিক্ত সদস্য মোতায়েন করে। বেশ কিছুক্ষণ পরে উভয় দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে আলোচনার পর পরিস্থিতি স্বাভাবিক হয়।

এর আগে গত মঙ্গলবার (৩১ জানুয়ারি) দুপুরে হিলি সীমান্তের ২৮৫/১১নং সাব সীমানা পিলার থেকে উত্তরে ২২নং সাব সীমানা পিলার পর্যন্ত ১০/১২ গজ অভ্যন্তরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের হিলি ক্যাম্পের সদস্যরা কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য খুঁটি স্থাপন করতে থাকে।

বিষয়টি বাংলাদেশের সীমান্ত রক্ষীবাহিনীর নজরে আসলে খুঁটি স্থাপন কাজের বাঁধা দেয়। কিন্তু বিএসএফ সদস্যরা খুঁটি স্থাপন করতে থাকলে বিজিবি পুনরায় বাঁধা দিলে বিএসএফ সদস্যরা অস্ত্র নিয়ে মারমুখি অবস্থান নেয়। তখন বিজিবি সদস্যরাও অবস্থান নেয়।

এই অবস্থায় কিছুক্ষণ পর বিজিবি ও বিএসএফের উদ্ধর্তন কর্তৃপক্ষের মধ্যে এই ঘটনা নিয়ে ফোনালাপ হয়।পরে তাদের নির্দেশে বিকাল ৩ টায় হিলি সিপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সাইদুল ইসলাম এবং ভারতের হিলি বিএসএফের ক্যাম্পের কোম্পানি কমান্ডার বিসি জোসির মধ্যে সীমান্তের ২৮৫/২২ নং সাব সীমানা পিলারের কাছে সংক্ষিপ্ত বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জানানো হয় এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আলোচনা করে সিদ্ধান্ত নেবে। সেই সময় পর্যন্ত কোনো ধরনের স্থাপনা করা যাবে না।

বিজিবির একটি সূত্র জানায়,হিলি সীমান্তে কিছু অংশে কাঁটাতারের বেড়া দেওয়া নাই।এই সুযোগ নিয়ে বিএসএফ সীমান্তের ১০/১২ গজের মধ্যে বেড়া দেওয়ার জন্য খুঁটি স্থাপন করে। যা আন্তর্জাতিক সীমানা আইনের লঙ্ঘন। কারণ সীমান্তের নোম্যান্সল্যান্ডের ১৫০ গজের মধ্যে কোনো স্থাপনা করা যাবে না।কিন্তু বিএসএফ সেটি না মেনে সীমান্তের ১০/১২ গজের মধ্যে কাজ শুরু করলে এই পরিস্থিতির সৃষ্টি হয়।

এব্যাপারে বিজিবির হিলি সিপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সাইদুল ইসলাম বলেন,আমাদের না জানিয়ে বিএসএফ সীমান্তের ১০/১২ গজের মধ্যে কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ করছিল। আমরা তাতে বাধা দিই। এরপরে বিএসএফ উত্তেজনাকর পরিস্থিতি তৈরির চেষ্টা করেছিল।বিষয়টি তাৎক্ষণিক ভাবে জয়পুরহাট বিজিবি অধিনায়ককে জানালে এ নিয়ে বিজিবির দিনাজপুর সেক্টর কমান্ডার এবং বিএসএফের রায়গঞ্জ সেক্টরের ডিআইজির মধ্যে ফোনালাপ হয়। পরে বিএসএফের ডিআইজির নির্দেশে বিএসএফ কাজ বন্ধ করে। পরে সীমান্ত পরিস্থিতি শান্ত হয়।

141 Views

আরও পড়ুন

গাইবান্ধার ফুলছড়িতে ভোট বর্জন করলেন চেয়ারম্যান প্রার্থী জিএম সেলিম

শেরপুরে দুই উপজেলার নির্বাচন কাল

পেকুয়ায় কালবৈশাখী ঝড়ে উড়ে গেল দোকান ও বসতঘর

রাঙ্গাবালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের কমিটি গঠন

রাজশাহী হাসপাতালে লিফট বসানোয় জালিয়াতি ধরা।

মহানগরীর মিজানের মোড় হতে জাহাজ ঘাট পর্যন্ত সড়কে আলোকায়নের উদ্বোধন করলেন রাসিক মেয়র।

নগরীতে অপহরণকারী চক্রের ৮ সদস্য গ্রেপ্তার

বগুড়া স্টেশনে যাত্রীর পেটে চাকু ধরে ছিনতাই কালে চার ছিনতাইকারি গ্রেফতার

আদমদীঘিতে স্বামী শ্বশুর ও ভাসুরের নির্যাতনে গৃহবধু এখন হাসপাতালে

ফিলিস্তিনিদের জন্য রাজপথে নামলো কক্সবাজার জেলা ছাত্রলীগ।

লোহাগাড়ায় বঙ্গবন্ধু সাংস্কৃতিক উৎসব‌ সম্পন্ন

নাগরপুরে শিক্ষক নেতৃত্বে সর্বোচ্চ ৫৬৮ ভোট পেয়ে নির্বাচিত ছানোয়ার