এম এম রুহেল জৈন্তাপুর সিলেটঃ
জৈন্তাপুর উপজেলায় সোমবার উপজেলা পুষ্টি বিষয়ক এক সমন্বয় সভা সকাল ১১ টায় উপজেলা পরিষদ হল রোমে এ সভাটি অনুষ্টিত হয়।সভায় সভাপতিত্ব করেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত আজমেরি হক।এতে প্রধান অতিতির বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমেদ।এতে আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারি
( ভুমি)কমিশনার ফারুক হোসাইন কৃষি কর্মকর্তা ফারুক হোসাইন,উপজেলা স্বাস্হ্য কর্মকর্তা ডাঃ আমিনুল ইসলাম সরকার,ডাঃ সুবল চন্দ্র বর্মন,সমাজসেবা কর্মকর্তা একে আজাদ ভুইয়া, দরবস্ত ইউনিয়ন চেয়ারম্যান বাহারুল আলাম বাহার,ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান ইয়াহিয়া,মধ্যমিক শিক্ষা কর্মকর্তা সুলাইমান হোসেন,ও সূচনা প্রকল্প কর্মকর্তা আবু বকর শিকদার,নিউট্রেশন অফিসার মোঃমাসুদ পারভেজ সহ উপস্থিত ছিলেন, স্বাস্থ্য সহকারী , ইউপি স্থায়ী কমিটির সদস্য ও সূচনা প্রকল্পের সদস্য বৃন্দ । সভার আলোচ্য বিষয় ছিলো সূচনা: বাংলাদেশ অপুষ্টির প্রতিরোধে একটি প্রয়াস- এ আলোচ্য বিষয় ছিল সভাটির বাংলাদেশ ও সিলেটের জৈন্তাপুরের বর্তমান অবস্থা, বাংলাদেশ সরকারের গৃহীত উদ্যোগ, অপুষ্টির প্রধান কারণসমূহ ও প্রকারভেদ, অপুষ্টির দুষ্টচক্র, সূচনা কি এবং সূচনার লক্ষ্য, উদ্দেশ্য ও কার্যক্রম সমূহ, খাদ্য ও পুষ্টি, গর্ভকালীন ও প্রসূতি মায়ের যত্ন, শিশুকে শুধু মায়ের দুধ খাওয়ানো, সূচনায় জেন্ডার সমন্বয় সম্পর্কীত ধারণা, সূচনার প্রত্যক্ষ ও পরোক্ষ কার্যক্রম বাস্তবায়নে সমন্বয় এবং পুষ্টির অবস্থা উন্নয়নে ইউনিয়ন পরিষদ ও স্থায়ী কমিটির সদস্যদের ভূমিকা ও কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়। উল্লেখ্য যে, জৈন্তাপুর উপজেলার দরিদ্র ও অতিদরিদ্র পরিবারের মা ও শিশু পুষ্টি উন্নয়নের মাধ্যমে ২ বছরের কম বয়সী শিশুদের খর্বাকৃতির হার ৩ বছরে অতিরিক্ত ৬% কমিয়ে আনার জন্য সূচনা কর্মসূচি পরিচালিত হচ্ছে ।এই উপজেলার পুষ্টির উন্নয়নের সূচনা নিরলস ভাবে কাজ চালিয়ে যাচ্ছে।বক্তারা বলেন বাড়ি আঙ্গিনায় ফলজ বৃক্ষ রোপন ছেলে মেয়েদের পুষ্টি সম্পর্কে অভিবাভক দের সচেতন হতে হবে।এবং গর্ভবর্তী মায়েদের বাড়তি যত্ন নিতে বলেন।
Share this:
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০