স্বর্গের ভাঙ্গা সিঁড়ি
হাসিবুর রহমান
তারাদের নোনা কাঁদা মেখে; আমি ডুবে যায়, পোড়া জলে।
তবু হরিণীর ভেজা ছায়া, মদ হয়ে ফিরে আসে, মমিদের গ্লাসে !
জোনাকির মতো সিঁড়ি বেয়ে; সিঁড়ি বেয়ে কত মৃত্যু ! আসে যায়।
সন্ধ্যার নরম গন্ধে ; আধ খাওয়া পিড়ামিডে।
গুড়ো চাঁদ ঝড়ে পড়ে, বালিদের বুনো শ্বাসে।
মৃতদের মিছিলে ,অশত্থ গাছ; আর হাঁটে নাক। ফিকে হয়ে গেছে বিকেলের ফসিল!
কফিনের বাসি ছায়, উবে গেছে কালো ঘাসে! তবু আমারি মত কেউ ,খোঁজে নাক ঘুমেদের পঁচা লাশ;
কয়লার ক্ষয়ে যাওয়া হাড়ে!সারসের ভাঙ্গা পালকের মত; স্বর্গের সিঁড়ি দেখেছি ঢেড়।
তবু চায়নি তারে, রাতের নিভে যাওয়া ,কবিতার মত।
নীল মদ, বাসি ঘুম, যদি মেলে; বেলা ফুরোবার আগে।
তবে শকুনেরা ছিঁড়ে খাক, গিলে খাক ,ও সিঁড়ি।
হাসিবুর রহমান
বাংলা বিভাগ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়