আমি কত আকাশ পাতাল ভাবনায়
বিভোর হয়ে রই,
এমন বেখেয়ালিপনায় এখন নিজেকে খুঁজে পাই কই?
তোমার শহরে অপরিচিতা আমি,
জানিনা কি বা তোমার হই?
বেদনার অনলে পুড়ে ছারখার হলেও,
এ ব্যথা আমি সই।
তবুও শুনো !
আমি তোমার খেলার পুতুল তো নই!
নিরবে সব অভিযোগ আমার,
কথায় না ফোটে খই।
তবু আমি অপেক্ষারত,
পড়তে তোমার উপন্যাসের বই,
যদি সেই উপন্যাসের উপসংহারে এই আমিটা রই।
কবিতা :উপন্যাসের উপসংহারে
কবি : হালিমা বিবি
শিক্ষার্থী : ইবনে সিনা নার্সিং ইনস্টিটিউট, কল্যাণপুর, ঢাকা।