মন কখনো বিষণ্ন কখনো প্রফুল্ল পশলা বৃষ্টিতে
সূর্যের আলো, বৃষ্টি, বাতাসের ধমকা হাওয়াতে
ঝড়ের কাঁদন শুনেছ কি? শ্রাবণ নিশিতে
জল বন্দি নিষ্কর্ম মানুষের কর্মকান্ডের ফিরিস্তি।
বর্ষার আগমন-প্রস্থান, সৌন্দর্য-আক্রমণ, বিরহ-রোমাঞ্চ
গান, কবিতা, ছড়া, গল্প এমন কি জীবন
স্মৃতিতেও তাঁর বর্ষার বন্দনা………..
বর্ষার দিনে বাতাসের দুরন্তপনা মেঘের বিদ্যুৎ চমকানো
জল ছিটিয়ে চলে যায় কেবল খানিকটা কাদা
শ্লেষ্মা শঙ্কা ও সাবধানের প্রাদুর্ভাব ঢুকেছে ভাবনা
বর্ষার সময় নালার নর্দমায় জলাবদ্ধতা ও নগর বন্যা
দুঃখ কষ্টে অনুভূতিহীন স্বার্থের অর্থনীতির মানবতা।
লেখক
এডভোকেট ইউসুফ আরমান
দক্ষিণ সাহিত্যিকাপল্লী
বিজিবি স্কুল সংলগ্ন রোড়
০৬ নং ওয়ার্ড, পৌরসভা
কক্সবাজার সদর।