
★সমাজ★
ধরত্রী জুড়ে মানব কুলের বাস, জীবন সংগ্রামে বিচিত্রিতার শ্বাস;
যেথায় বহুমুখী শিক্ষার রংধনুর সাঁজ, রাষ্ট্র হতে উঁচু সমাজ।
জ্ঞানী-গুনী-বুদ্ধিজীবীর জন্মের আলয়, ন্যায়ের মানদণ্ডে প্রস্ফুটিত বিজয়;
'ঐক্যবদ্ধ' অমেঘ অস্ত্রের প্রজ্জ্বলিত প্রত্যয়, প্রাচীর ভাঙ্গনেই উদিত সূর্যোদয়।
ধনীদের অর্থের সাম্রাজ্যের জলশায় নৃত্য, মনুষ্যত্ব সংকটে ধূলিসাৎ সত্য;
স্বার্থ হাসিলে উচ্চবিত্তের মানবতার বুলি, নিমিষেই আমজনতা চপ্পলের ধূলি।
গরীবের অধিকার পিষে বিভীষিকা আচার, অনলহীন উনুনে মেহনতিরা অনাহার;
অহংকারী ব্যক্তির পশুত্ব আদর্শের নামান্তর, বিধাতার শ্রেষ্ঠ জীব গ্রামান্তর।
বঞ্চিতদের অস্তিত্ব রক্ষায় প্রবহমান যুদ্ধ, শোষণকারীরা নিজেদের মগজে শুদ্ধ;
অযোগ্যদের সিংহাসন আহরণে প্রাপ্তিটুকু লুণ্ঠন, অন্যায়ের আকাশচুম্বীতে নির্বাসনে সম-বন্টন।
উঁচু-নিচু মানুষ সর্বস্তরে যুক্ত, শ্রেষ্ঠত্বে মানবধর্মের হাতিয়ার শক্ত;
সমাজই 'পাঞ্জেরী' দৃষ্টিহীনতায় কৃষ্ণচূড়াময় রক্ত, উদার হৃদয়ে পরাধীনতা মুক্ত।
বৈষম্য বিসর্জনে দূরীভূত হবে ভীতি, সাম্য প্রতিষ্ঠায় মহাস্ত্র প্রীতি;
দ্বন্দ্বের বিপরীতে ভালোবাসাই কর্ম, ভবিষ্যতের প্রার্থনাই মানবজাতির ধর্ম।
★সংক্ষিপ্ত জীবন★
হাস্যোজ্জ্বল জন্মক্ষণ আলোকিত সূর্যোদয়; জয়োধ্বনিতে মুছুক অন্যায়,
আপাদমস্তক বাস্তবতার জীবন্ত সমাচার; কর্মসূচীতে দূরীভূত অন্ধকার।
নড়বড়ে শিশিরবিন্দুর ন্যায় আয়ুষ্কাল; পরমাত্মা বিচ্যুতির মায়াজাল,
অর্থের পিরামিডে বশীভূত আল; অহমিকায় মনুষ্যত্ব নাজেহাল!
সৃষ্টি-লয় বিধাতার রীতিমত; জীব সেবাই মহাব্রত,
অপ্রাপ্ত প্রত্যাশার মহাকাশ জরাজীর্ণ! জীবন অর্থহীন বর্ণ।
আদি-অন্ত ক্ষণিকের বন্ধন; পরিবার পরকালে পরিজন,
মোহের রোষানলে জ্বলছে মানুষজন! পরিত্রাণে সংগ্রামের তান।
অন্তিমকাল সূর্যডুবি নাট্যমঞ্চ মিছে; স্মৃতির বোবাকান্না পিছে,
অ্যালবাম বিষন্নতার হাজারো গল্প! সুখের অস্তিত্ব স্বল্প।
মরীচিকায় সমাদৃত ছন্দজ্ঞানী লেখক; প্রাসঙ্গিকতার খুঁজে পাঠক,
চলন্ত রেলগাড়ীর সুরে গায়ক; স্বপ্নবুনার আঁশে চালক।
ভূবন ছাড়িবার মহাযজ্ঞের চূড়া; ভবিষ্যৎ প্রার্থনায় গড়া,
বৃক্ষহীন প্রকৃতি মৃত্যুশয্যার অতিক্রম! সংক্ষিপ্ত জীবনই ভ্রম!
★স্বপ্নজাল★
'হৃদযন্ত্র' মর্ত্যলোকের শুভ্র নীলাম্বরের কাঙ্গাল; আমৃত্যু লোচনে বাঁচবার লাঙ্গল,
লক্ষ্যবস্তু অর্জনে শির যেনো দ্বীপ; কর্মের শ্রেষ্ঠত্বই অগ্নিশিখার প্রদীপ।
কংক্রিটের শহরে 'স্বপ্ন' লক্ষ-লক্ষ; রৌদ্রদগ্ধ দেয়াল বর্ষাতে বক্ষ,
বেকারত্ব বিসর্জনে তারুণ্যের একঝাঁক পক্ষ; 'হরিণ' মেলাতে প্রমাণিত দক্ষ।
অভাবীদের আশা শত বাঁধায় ঘেরা! ভাগ্যের চাকাতে হয়নি ফেরা,
পরিশ্রমের জয়ে খুশি মা-মাটি; প্রচেষ্টা সোনার ন্যায় খাঁটি।
মনুষ্যের সাধনার মূলে স্বয়ং রব; স্বকর্মে প্রাপ্তিফল প্রফুল্লতায় কলোরব,
ঋতুর পালাবদল 'প্রকৃতিরই' রংতুলি সব; প্রতিকূলতার প্রতিটি ক্ষণই বাস্তব।
অপূর্ণতায় বিদায় বেলা বাঁজবে ঘন্টা! না-পাওয়ার অভিযোগে নিস্তব্ধ দেহটা!
বিত্তবানদের স্বপ্নের দ্বার পর্বতের চূড়া; অর্থহীনদের ঘামের ফোঁটা কৃষ্ণচূড়া।
অজস্র শব্দে বর্ণিত গল্পকাহিনী গাঁথিয়া; 'স্বপ্নজাল' এর বিভোরে ভুলিয়া,
ধর্ম-কর্ম লালসায় মাটিতে লুটিয়া! অলসতায় 'দিবাস্বপ্ন' দেখে জাগিয়া।
'জোয়ার-ভাঁটা' নিয়তির অভাবনীয় শুদ্ধ; দাম্ভিকতা হটিয়ে-সফলতায় মুগ্ধ,
ক্ষীণ জীবনে অসীম অচেনা পথ; বাস্তবতার নিরিখে স্বপ্নের শপথ।
★অন্তর্ধান★
দুইদিনের দুনিয়ায় আকাশচুম্বী লক্ষ্য; অন্তিমকালে 'স্মৃতিগুলো' সাক্ষ্য,
পার্থিব লালসার আয়োজন ভুল; পরকালের জীবনই মূল।
দেহত্যাগে গাড়ি-বাড়ি হিসাবহীনা; মায়াহীন পৃথিবীটা আনমনা,
জীবনে 'রংধনুময়' বিলাসিতার বাহানা; শেষমেষ সাদামাটা সংবর্ধনা।
অট্টালিকা জলশাতে বিত্তরা লিপ্ত; অন্নছাড়া অসহায়রা অনুতপ্ত,
প্রবীণকালে 'মানবধর্মের' তান স্বরে; 'মোক্ষলাভে' স্রষ্টার দ্বারে।
'ক্ষমতার' আধিপত্যতে জড়ানো বিবাদ; মীমাংসায় বর্ষিত 'আশীর্বাদ',
চারদিকে 'মৃত্যুর মিছিলের' সংবাদ! সবই 'নিয়তির' স্বাদ।
হাজারো স্বপ্ন-গল্প চোখে; বিষন্নতার আগ্রাসন মুখে!
ছাড়িবার নয় ভুবনের মায়া! অনিবার্য বিদায়ের ছায়া।
চাওয়া-পাওয়া মরে বয়সে; হৃদপিণ্ডের ধুকধুকনি নিশ্বাসে,
'উদারতার' অবহেলা পেশীর সরসে; পরিস্থিতির শিকার বিশ্বাসে।
'সময়' শ্রেষ্ঠ 'শিক্ষক' ব্যবধানে; 'জীবন' ধূলিসাৎ 'অন্তর্ধানে',
'আর্জি' নিরুপায় আত্মার নাশ! তনুটা মূল্যহীন লাশ।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০