—————-
আমি পারব না তোমার হাতে হাত রেখে
মেঠো পথ ধরে হেটে যেতে
পারব না তোমার উরুতে মাথা রেখে
স্বপ্নলোকে হারিয়ে যেতে।
নীল রঙা খামে কিছু
লালকালি ভালবাসা- উড়িয়ে দিতে
পারব না তোমার কল্প-পুরুষ হয়ে
সাপ্ত সাগর রূপকথা পাড়ি দিতে।
আমার সবকিছুতেই সংঘাত, প্রতিবাদ
যুদ্বময় জীবন; কবলই ঘাত প্রতিঘাত
জীবন নদে আমার- স্রোতের বিরুদ্ধাচারণ!
হয় গর্বিত জয় কিংবা নিশ্চিত মরণ।
আমি প্রতিটা প্রহর শেষে জেগে উঠি
যুদ্ধের ঘোষণা শুনে
দিন শেষে ক্লান্ত শরীরে বিছানায় ফিরি
নিরস্ত্র যুদ্ধাহত মনে।
তবু আমি দৃঢ় সৈনিক- সংকল্পবদ্ধ
আমার হুংকারে হয় চারপাশ স্তব্ধ
আমি বন্যের মতো হিংস্র; স্বার্থপর
বিজাতীর মতো পাশান আমার স্বর।
তোমার কিছু ভালবাসা
কিছু আদিখ্যেতা
মান অভিমানের এই মিথ্যে খেলা
না! আময় দিয়ে হবে না।
আমি যুদ্ধ প্রিয় সৈনিক
যুদ্ধই আমার প্রেম, ভালবাসা, কামনা।
————–
সিয়াম আহমেদ।
ঢাকা বিশ্ববিদ্যালয়।