উৎসর্গ: শহীদ আবরার ফাহাদ, শিক্ষার্থী (বুয়েট)।
সত্যের পথে কলম চলবেই
আসে আসুক যত বাধা
সময়ই বলে দিবে কোন পথ কালো
আর কোন পথ সাদা
সংগ্রামী বাঙালি জনতারা
একদিন
দুর্নীতির কালো মুখোশ দিবে খুলে
নির্যাতনের লাল চাবুক নেবে কেড়ে
সেই দিন
ক্ষমতা লোভে যত দিশেহারা
কপট-মেকি আছে যত চারপাশ জুড়ে।
কালবৈশাখী ঝড়ে সব যাবে উড়ে
মাঘের হিম ধরা শীতল শৈরতা যাবে কেটে
গণতন্ত্রের উত্তপ্ত সূর্য উঠবে জনতার আকাশ ফেটে
অবৈধ অস্ত্র আর সম্পদের পাহাড়
লুটে নিতে ক্ষুদিরাম আসবে আবার
জনতার ভীরে নূরুল দীন করবে চিৎকার
ভেঙ্গে পড়বে দাসত্বের সব অনবদ্ধ সংস্কার।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০