তুমি যুদ্ধ হয়ে এসো
আমি লড়াই করব।
তুমি অন্ধকার হয়ে এসো
আমি প্রভাত এনে দিব
তুমি সমস্যা হয়ে এসে
আমি সমাধান খুঁজে নিব
তুমি স্রোত হয়ে এসো
আমি গা ভাসিয়ে দিব
তুমি জল হয়ে এসো
আমি তৃষ্ণা মিটাব
তুমি তরী হয়ে এসো
আমি সাতসাগর পাড়ি দিব
তুমি পর্বত হয়ে এসো
আমি জয় করে নিব
তুমি আকাশ হয়ে এসো
আমি ছুয়ে দিব
তুমি পাখি হয়ে এসো
আমি উড়িয়ে দিব
তুমি কান্না হয়ে এসো
আমি আখিঁ-জল মুছে দিব
তুমি হাসি হয়ে এসো
আমি অবাক নয়নে চেয়ে র’ব।
তুমি প্রেম হয়ে এসো
আমি প্রেমিক হব
তুমি সুধা হয়ে এসো
আমি মাতাল হব
তুমি ক্লান্ত পথিক হয়ে এসো
আমি শীতল ছায়া হব
তুমি মাঝি হয়ে এসো
আমি প্রেমের নৌকো হব
তুমি বাতাসে ভেসে এসো
আমি কান পেতে র’ব।
তুমি বৈশাখে এসো
আমি কালবৈশাখী ঝড় তুলে দিব
তুমি শীতে এসো
আমি মাঘের চাদরে জড়িয়ে নিব
তুমি বসন্তে এসো
আমি ফুলে ফুলে ভড়িয়ে দিব।
তুমি কৃষাণীর হাসি হয়ে এসো
এসো হয়ে জননীর আশীর্বাদ
কবুল কর প্রেম চাষীর আহত আহ্বান
ওগো লাইলি-জুলিয়া-মমতাজ-রুব্বান।
———–
সিয়াম আহমেদ
ঢাকা বিশ্ববিদ্যালয়