তুমি সাঈদকে চিনো?
ওই যে অজপাড়া গাঁয়ের ছেলেটা?
যে চোখে স্বপ্ন ,কাধেঁ দায়িত্ব আর
বুকে দেশপ্রেম নিয়ে,
উন্মুক্ত হাতে দাড়িয়ে ছিলো
রক্ষক নামক ভক্ষক এর বন্দুক এর সামনে,
ওহ তারপর , তারপর কি হলো তার?
ছোট্ট একটা লোহার টুকরো আর
হাঁটু মুড়ে পরে গেলো সব স্বপ্ন ,
দায়িত্ব গুলো যেনো লুটিয়ে পরলো তার
দাড়িয়ে দেখলো পুরো পৃথিবী নির্বিকার!
তুমি মুগ্ধকে চিনো?
ওই যে পানি ,পানি বলে ডাকছিলো বারবার
ছোট্ট একটা লোহার টুকরো আবার
সব করে দিলো ছারখার
দাড়িয়ে দেখলো পুরো পৃথিবী নির্বিকার!
কিন্তু ভবিতব্যের কি নিদারুণ বিচার
এভাবেই কত শত সাঈদ ,মুগ্ধ হারিয়েছি বার বার
মনে করো তাদের
যদি ভুলে যাও জুলাইয়ের অবিচার,
৫ আগস্টের জন্য কতগুলো
প্রাণের হাহাকার।