-----------
পাওনা অধিকার
সানজিদা আরমিন মীম
আর কতদিন সইবো মোরা
লাঞ্ছনা- বঞ্চনা?
আর কতদিন সইতে হবে
নির্যাতন -প্রতারণা?
আর কতদিন রাখবো মোরা
জিম্মি জীবন তাদের তরে?
আমরাও কি শ্রেষ্ঠ হয়ে
জন্মেনি এ অবনী পরে?
বিধাতা বিনে আরো কারো কাছে
নত নাহি করি শির।
ধন্য তবু তাদেরই জীবন
যেমন চড়ুইর নীড়।
তাদের যত অর্জন আর
বিত্ত ভুড়ি শত,
করতে কি পেরেছে কভু
মোদের রেখে উপেক্ষিত?
হে বিশ্ব ধনী,
তোমাতে তুমি আপনাকে দেখো;
ব্যর্থতা আর গ্লানির মাঝে
মোদের কি কভু দেখেছো?
স্বপ্ন দিয়ে শুরু করি দিন
স্বপ্ন দিয়ে শেষ।
তোমাদের মতো অর্থ মোহ
নেই বিন্দু লেশ।
তোমাদের মতো চাইনাতো কভু
ঐশ্বর্য আর বিত্তের অহংকার।
চাইবো শুধু দিও মোদের
পাওনা অধিকার।
---------------------------------
লেখক: সানজিদা আরমিন মীম।
শিক্ষার্থী, আইন বিভাগ।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০