জীবন
বি এম সাজ্জাদুল ইসলাম সোহাগ
কিছু শূন্যতা
কিছু বিষাদময় সুর,
কিছু তিক্ততার গল্পকথা
কিছু বেদনাময় স্মৃতি।
কিছু ভয়ংকর কালো অতীত
কিছু অজানা ভবিষ্যৎ,
কিছু রহস্যময় নাটক
কিছু আর্তনাদ।
কিছু অভাব, কিছু ক্ষোভ
কিছুটা অমলিন পথ পাড়ি,
কিছু দুঃসহ গল্পগুচ্ছের ছবি
কিছু বাস্তবতার মুখোমুখি।
কিছুটা চৈত্রের রোদের মতো রুক্ষ
কিছুটা বর্ষার মেঘের গর্জনের মতো রূঢ়,
কিছু না পাওয়া রোমান্টিকতার ছড়াছড়ি
কিছুটা প্রতিবাদী পুরুষ
কিছুটা মেনে নেওয়া।
কিছুটা জলোচ্ছ্বাসের মতো চূর্ণ বিচূর্ণ
কিছুটা, সীমাহীন আকাশের মতো রূপ দুঃখের,
এগুলো নিয়ে জীবন থাকে অতি ব্যস্ত
অবশেষে থাকে কিছু বসন্তের হাওয়ার মতো আশা
যেটা কিছুটা বাঁচতে শেখায়।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০