স্মৃতি ও অদৃশ্য মায়া
মোঃ সজিব মিয়া
জীবন চলার পথে একদিন হঠাৎ করে,
একজন মানুষ আমার জীবনে আসে।
সে মানুষটি প্রতিনিয়ত তার গভীরতম ভালোবাসা দিয়ে, আমাকে ভালোবাসার অনুভূতি গুলো উপলব্ধি করতে শিখিয়েছে।
অবশ্য ভালোবাসার অনুভূতি গুলো কেমন হয়,
তা আমার কখনো কোন দিন জানা ছিলো না।
কিন্তু সে মানুষটি হটাৎ করে আমার জীবনে এসে,
আমাকে ভালোবাসার অনুভূতি গুলো উপলব্ধি করতে শিখিয়েছে।
কিন্তু আজ হটাৎ করে,
সেই ভালোবাসার মানুষটি আমার জীবন থেকে বহু দূরে চলে গিয়েছে।
এই বহু দূরে চলে যাওয়ার কোন কারণ আমার কাছে জানা নেই৷
আমি হাজারো রকমের অনেক চেষ্টা করে দেখেছি,
সেই মানুষটি আমার কাছ থেকে বহু দূরে চলে যাওয়ার কোন কারণ,
আমার পক্ষে খোঁজে পাওয়া সম্ভব হয়নি৷
অবশ্য আমরা দুজন একে অপরকে ভালোবেসে,
খুব অল্প টুকু সময় একসঙ্গে থেকে ছিলাম।
এই অল্প টুকু সময়ের মাঝে,
তাকে নিয়ে আমর মনের গভীরে খুব দীর্ঘ স্মৃতি ও অদৃশ্য ভালোবাসার মায়া তৈরি হয়ে গিয়েছে।
আমি একটা সময়ের পর উপলব্ধি করতে পেরেছি,
এই দীর্ঘ স্মৃতি ও অদৃশ্য ভালোবাসার মায়ার শহরের মাঝে, আমি বন্দী হয়ে গিয়েছি।
আস্তে আস্তে সময় চলে যাওয়ার সঙ্গে সঙ্গে,
এই দীর্ঘ স্মৃতি ও অদৃশ্য ভালোবাসার মায়ার জন্য,
আমার জীবনের সর্ব দিক দিয়ে,
অদৃশ্য ও অদ্ভুত রকমের বিষাক্ত মানসিক যন্ত্রণা আমাকে খুব আহত করছে।
এই মানসিক যন্ত্রণার পরিমাণ খুব দ্রুত দীর্ঘ থেকে দীর্ঘতম ভাবে বৃদ্ধি পাচ্ছে।
একটা সময়ের পর এই মানসিক যন্ত্রণা,
আমি আর সহ্য করতে পারছি না।
আমি এই তীব্র মানসিক যন্ত্রণা থেকে চিরদিনের জন্য মুক্তি পেতে চাই।
অবশ্য, আমার জন্য অতি দ্রুত এই মানসিক যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া খুব বেশি প্রয়োজন।
আমি হাজারো রকমের বহু চেষ্টা করে খুব গভীরভাবে উপলব্ধি করতে পেরেছি,
নিজেকে নিজে হত্যা করা খুব সহজ।
কিন্তু কোন মানুষের স্মৃতি ও অদৃশ্য মায়া থেকে,
নিজেকে কখনো মুক্ত করা সহজ নয় বরং একেবারে অসম্ভব।
এই অসম্ভব টুকু সম্ভব করার ক্ষমতা,
এই পৃথিবীর মধ্যে কোন মানুষের কাছে নেই।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০