গাছ
মোঃ সজিব মিয়া
প্রকৃতি অনেক সুন্দর
প্রকৃতির প্রতিটি অংশের মাঝে,
হাজারো রকমের গাছপালা জীবন ধারণ করছে।
প্রতিটি গাছের সবুজ রঙের পোশাক।
প্রকৃতির মাঝে, এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত,
প্রচুর গাছপালার অবস্থান।
গাছ জন্মের শুরু থেকে শেষ পর্যন্ত,
পৃথিবীর মাঝে অসংখ্য অবদান রাখে।
এই পৃথিবীর মাঝে
সকল ধরনের গাছপালা
ছায়া দিয়ে, ফল দিয়ে, শাখা দিয়ে
সকল মানুষদের উপকার করে থাকে।
মানুষদের সেবা করেই, তাদের জীবন ধন্য হয়।
এই পৃথিবীর মাঝে
সকল ধরনের গাছপালা
প্রতিনিয়ত কার্বন ডাইঅক্সাইড গ্রহণ ও
অক্সিজেন ত্যাগ করে থাকে।
এই গাছের জন্য, পৃথিবীর মাঝে
হাজারো রকমের অসংখ্য প্রাণী,
একত্রে বসবাস করে জীবন ধারণ করছে।
গাছ, সে প্রতিনিয়ত
তার দ্বায়িত্ব ও কর্তব সঠিকভাবে,
এই পৃথিবীর মাঝে, পালন করে থাকে।
গাছ, সে পৃথিবীর মাঝে,
অসংখ্য প্রজন্ম দেখছে।
তারা অসংখ্য র্দুদিন পার করেছে।
তারা শর্ত আঘাতেও ভেঙে যায়নি।
গাছ, সে প্রকৃতির অপার বিস্ময় সৌন্দর্য রক্ষা করে।
সারা পৃথিবী আজও গাছের ছায়াতলেই আস্রিত আছে।
তারা চিরকাল থেকেছে আমাদের পাশে আলোকিত হয়ে।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০