---------------------
পৃথিবীর সবচেয়ে বড় আদালত হচ্ছে নিজের বিবেক। তা আমরা সবাই জানি। কিন্তু সেই বিবেককে ঘুমের মধ্যে রেখে দিয়েছি।তাই আজ আমরা প্রতিনিয়ত একের পর এক অপরাধ করেই যাচ্ছি।
নিজেকে নিজে জিজ্ঞেস করে দেখো। আসলে তুমি কতটা অপরাধি? আবেগের টানে করে ফেলি অনেকেই জঘন্যতম অপরাধ। সেই অপরাধ করার সময় কোথায় থাকে আমাদের বিবেক? বিবেকবান ব্যক্তিরা কখনো অপরাধ করতে পারে না। যদি আবেগের টানে করে ফেলে, অবশ্যই আবার ফিরে আসবে ভালো পথে, জীবন গড়ার পথে।
সেই ঘুমন্ত বিবেককে জাগ্রত করার জন্যই এই 'বিবেক’ কাব্যগ্রন্থ।
প্রতিনিয়ত বেড়েই চলছে- মাদক সেবন,মাদক ব্যবসা,জেনা-ব্যভিচার, ধর্ষণ,খুন-খারাবি আর কত কী অপরাধ!তা বলে শেষ করা যাবে না।
যা হোক,ছন্দে ছন্দে ইসলামের কথা,দেশের কথা,জীবন গড়ার কথা,প্রবাসী ভাইদের হৃদয়ের কথা, সমসাময়িক বাস্তবতার কথামালা দিয়ে সাজানো এই কাব্যগ্রন্থ 'বিবেক’।
'বিবেক’ কাব্যগন্থের কিছু ছড়া-কবিতার কিছু লাইন যেমন:
'জেনাকে কর ঘৃণা তোরা
মরিস না রে পাপী হয়ে,
সময় থাকতে মরার আগে
তওবা করিস স্রষ্টার ভয়ে।’
'বাবা তুমি আছো বলেই
তুমি শাসন করো খুব,
নয়তো আমরা অন্ধকারে
যখন তখন দিতাম ডুব।’
'গাড়ি চাপার দুর্ঘটনায়
অনেকে হয় লাশ,
কেউ বা আবার পঙ্গু হলে
অঙ্গ যে হয় নাশ।’
'আটটি ঘন্টা ডিউটি চাইলে
তোমাদের হয় মাথা নষ্ট,
ঠিকমতোও দাও না বেতন
দাও আমাদের মনে কষ্ট।’
'বাংলার জমিন,নদী-সাগর করেছে লাল
তবু পায়নি কোনো ভয়,
দীর্ঘ নয় মাস যুদ্ধ করে অবশেষে
হলো রে ভাই বাংলার জয়।’
৪ ফর্মার ৪৮ পৃষ্ঠার 'বিবেক’ কাব্যগ্রন্থটি।এখানে ৪৮ টি ছড়া-কবিতা রয়েছে।
ছড়া-কবিতাগুলো স্বরবৃত্ত ও মাত্রাবৃত্ত ছন্দে লেখা।
আশা করি,সবার ভালো লাগবে।মানুষ মাত্রই ভুল করে।
ভুলে হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
প্রিয়বাংলা প্রকাশন থেকে 'বিবেক’ কাব্যগ্রন্থটি প্রকাশ হয়েছে।প্রচ্ছদ করেছেন,এস এম জসিম ভূঁইয়া।
বইটি পাওয়া যাচ্ছে ঢাকার বই মেলার প্রিয়বাংলা প্রকাশনের স্টল ৫৯৭,৫৯৮ এবং চট্টগ্রাম বই মেলার ১২৮ নং স্টলে।
রকমারি, বইফেরি, বইবাজারসহ অনলাইন বুকশপগুলোতেও পাওয়া যাচ্ছে....
বইটির মলাট মূল্য ১৮০ টাকা।
বই পড়ুন,বইকে ভালোবাসুন, প্রিয়জনকে বই উপহার দেন।
লেখক : শেখ সজীব আহমেদ, মুন্সীগঞ্জ,ঢাকা
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০