নবনী
শুভ্র
এই যে নিঝুম!
চুপ নাকি ঘুম ; আমার চোখে দেখো।
ভালোবাসার আবির গায়ে একটুখানি মাখো।
বর্ষার এক মেঘলা দিনে প্রথম হলো কথা
তারপর শুরু প্রিয় খুনসুটি ছোট্ট ছোট্ট ব্যথা।
সরলতার প্রতিমা তুমি ভালোবাসার দেবী
সীমার মাঝে অসীম তুমি
আকাশ জুড়েই তোমার ছবি।
তুমি শরতের কাশফুল; বসন্তে ফুলে ফুলে রঙিন
শীতের ভোরের রোদের মতই চির অমলিন।
আষাঢ়ের কালো মেঘের মতই কাজল বরণ চোখ
তোমাকে ছুতে দুর্বার আমি ভেঙে দেব সব অবরোধ।
তুমি মায়াবিনী, সুকেশিনী আমার সুহাসিনী
মহাবিশ্বের সবাই জানুক
তুমি আমার ভালোবাসার নবনী।
শুভ্র
বাংলা বিভাগ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়