তুমি শুধু নিশ্চয়তা দাও
আজহারুল ইসলাম শুভ্র
তোমাকে পাবো এই নিশ্চয়তাটুকু পেলে
অনন্ত জোৎস্নার দিকে তাকিয়ে কাটিয়ে দিতে পারি যৌবন।
বাংলা সন মাস তারিখ কিংবা ক্যালেন্ডারের পর ক্যালেন্ডার শেষ করে দিতে পারি অনায়াসে।
প্রেমের উত্তাল সাগর লক্ষবার বরফাচ্ছন্ন আটলান্টিক পাড়ি দেয়া যেতে পারে নির্দিদ্বায়।
তুমি বললে বেদনার তুমুল উল্লাসে আমি উল্লসিত হবো,
বসন্তের এই নগরে শালিক হয়ে নাগরিকদের জানিয়ে দেবো তোমার গল্প,
তোমার চোখে মুগ্ধ হয়ে ছেড়া কাগজে অনবদ্য কবিতা হবো
এই বিজন,জোৎস্না রাত,কাকডাকা ভোর, আকাশের গায়ে লেগে থাকা রংধনু
সবই তোমাকে এনে দেবো,প্রিয়তমা তবু নিশ্চয়তা দাও,
প্রয়োজনে নিস্তব্ধতা খুন করে তোমার চোখের মাধুরি হবো।
আমি একদিন তোমাকে কুরআন, বাইবেল, গীতা শোনাবো
দ্যা ভিঞ্চি কোড এর কয়েকটি পৃষ্ঠা শোনাবো
একটি মিউজিয়াম, একটি স্থাপত্যের গল্প শুনাবো
তুৃমি শুধু নিশ্চয়তা দাও আমি স্বেচ্ছায় তোমাকে ভালোবেসে অজ্ঞাত সুখে ডুবে যাবো।
আজহারুল ইসলাম শুভ্র
শিক্ষার্থী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা।