আত্মহত্যা
শরিফুল ইসলাম
বেঁচে থাকার চেষ্টা নেই চারিদিকে আলো-বাতাসও মৃত্যুর গন্ধে ভরপুর!
সকাল হয় মৃত্যু দিয়ে সমাপ্তি গোধুলির আলো-আঁধারের প্রান্তসীমায়!
মোহ-মায়ায় পড়ে ঢালে মস্তিষ্কের তাজা রক্ত আর সমাপ্তি নামে দশ তলা থেকে ভূপৃষ্ঠে!
যৌবনের মহাসঙ্গীতের থিয়েটারে ঝুলন্ত চাবি টাই আজ আত্মহত্যার সুখের আড়তদার!
পৃথিবীর ভূখণ্ডের সূর্যের আলো জানে না মৃত্যুর কতো স্বাদ!
মৃত্যু আসে অগ্নিতে সমাপ্তি আত্মবিধ্বংসী সুখে!
মৃত্যু আনে টাকায়! মৃত্যু আনে সার্টিফিকেট নামক কাগজে! মৃত্যু আনে কৃষকের গায়ের রক্তে! মৃত্যু আনে শ্রমিকের পান্তা ভাতে!
জীবন প্রেমের উল্লাসে কাঁদে না কেউ কাঁদে মৃত্যুর স্বাদ!
নক্ষত্রের পতন দেখে কাঁদে শুধু গর্ভধারিনীর চোখ!
মৃত্যুর খোঁজ মিলে অর্থের লজ্জায়!মৃত্যুর খোঁজ মিলে নারীর সর্বস্ব বিসর্জনে,অসহায় বিধবার চোখে!
লেখক : শরিফুল ইসলাম
শিক্ষার্থী, বাংলা বিভাগ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০