প্রেয়সী পাখি
নিঃসঙ্গ জীবন নিয়ে ক্লান্ত হৃদয়ে
বসে আছি এক বটগাছের নিচে।
তখন সূর্য আপন গতিতে অস্ত যায়
সেই গোধূলির আলোতে আজ মন হারায়।
চারদিক জনশূন্য নেই কোলাহল
পুরনো স্মৃতি ভেবে হই বিহ্বল।
মৃদু সমীরনে চারপাশ ছিলো শান্ত
কিন্তু আমার মনটা ছিলো ভীষণ ক্লান্ত।
স্বপ্নহীন চোখে আজ নেই তাকানোর বল
দেখলাম গাছের ডালে বসা একটি পাখির দল।
হঠাৎ একটি পাখির গান আর সুরের ঝংকারে
বিষন্ন হৃদয় আমার উঠলো শিহরে।
শত পক্ষীর ভিড়ে
দৃষ্টি পড়লো সেই পাখিটির দিকে।
ঠোঁট তাহার যেন অমৃত
ঝড়ছে সেথায় প্রেমের সুধা অবিরত।
চোখ তাহার মুক্তার মতো উজ্জ্বল
নৃত্য করছে সেথায় অপ্সরার দল।
সৌন্দর্যের রানি সে নেই তার লয়
তাকাতে পারি না আমি কি যেন হয়।
কি অদ্ভুত পাখিটি! নেই সৌন্দর্যের সীমা
কিভাবে দেবো বর্ণনা, নেই যে তার উপমা।
ভগ্ন হৃদয় নিয়ে ভাবি কীভাবে হবো তার সাথি
নিরুপায় হয়ে তাই লুকিয়ে লুকিয়ে দেখি।
লেখক : মো: শরিফুল ইসলাম শরিফ
বাংলা বিভাগ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গোপালগঞ্জ।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০