খরার দিনে আগমন
জুবায়েদ মোস্তফা
চৈত্রের ক্রান্তিকালে তাকিয়ে দেখি,
ভূস্বর্গে আমি ভীষণ সুখী,
খরার দিনে তোমার মনে,
রাখলে তুমি পাহাড় ঋণে।
ভাঙতে আমায় দেখলে যখন,
গড়লে যতনে আমার ভূবন।
রাখলে যেথায় গহীন আঁধারে,
ছাড়ার চিন্তায় মায়া বাড়ে।
রবো আমি তোমার তরে,
তোমার শহর নিজের করে।
রাখবো লুকিয়ে হীরার মতন,
আগলে রাখার এইটুকু পণ।
লেখক: জুবায়েদ মোস্তফা
শিক্ষার্থী, লোক প্রশাসন বিভাগ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।