ভুলো না আবার
রোজিনা রোজি
দিলে তো আমার তুমি চুড়ি গুলো ভেঙে
হিসেব টা নেব আজ আমি গুণে গুণে !
ভুল করেছি বলোই যত পাবে না তো ক্ষমা
কান ধরলে ও শেষ হবে না এই বোঝাপড়া।
কি চাই? কি চাই গো তোমার, বলবে যখন তুমি
মুখ বেঁকিয়ে করবো তখন বায়না হাজার খানি ।
কাঠগোলাপ চাই যে আমার, চাই যে বকুল ফুল
দু’হাত ভর্তি বই চাই,চাই সাত রঙা কানের দুল।
আরো চাই পায়ের নূপুর, গলার একটি হার
হার চেয়েছি তাই বলে কী মুখ করবে ভার ?
এতো কিছু চাওয়ার পরও রইলো কিছু বাকি
বাকি কথা গুলো ভেবে আগেই বলে রাখি !
লেপ্টে গেছে কাজল গুলো আমার চোঁখে ইস্!
নতুন একটা কাজল দানি দিয়ো আমায় প্লিস!
এটাই আমার শেষ চাওয়া নেই তো কিছু আর
সাথে তোমার ভালোবাসা দিতে ভুলো না আবার!