নিস্তব্ধ ভালোবাসা।
-রুহুল আমিন চকদার
তুমি কি শুনতে পাও, আমার নিকোটিন এ আবৃত ছন্দহীন কবিতার সূর?
তুমি কি আমার লালিত প্রেমের লাল গোলাপের সুরভী খুঁজে পাও?
নিশিতে আমিও কি তোমার স্বপ্নে বিচরণ করি? তুমিও কি বিভোর হয়ে থাক আমার হৃদয়ের আকুতি শুনতে?
অজানা বিষন্নতার ভিড়ে তোমার সুখ গুলো আমাকে সুখী করে, তোমার দুঃখ গুলো আমাকে কাবু করে সুখের সমুদ্রের পাড়ে।
কত নির্ঘুম রাত জমা হয়েছে,
কত অমাবস্যায় জোছনা বিলাস করেছি তোমার চোখের দিকে তাকিয়ে।
তোমার বিরল প্রজাপতির মতো হাসি,
জমা হয়ে আছে বা পাশের মাংসপিণ্ডে।
তোমার কোমল চাহনিতে, পালিয়ে যায় হাজার বছরের হৃদয়ের সকল অবসাদ।
কত মহাপ্রলয়ের প্রতিরোধ ভেঙে ছুঁতে পারব,
তোমার হৃদয় ছুঁয়ে জীবনের স্বাদ নিব।
কয়েকটা আস্ত জীবন বিপন্ন করে দিতে পারব তোমাকে এক সমুদ্র পরিমাণ দেখার বিনিময়ে।
ভাদ্রের ভরা যৌবন, আমি অনায়াসেই তোমার নামে লিখে দিয়েছি। আমি লিখে দিয়েছি আমার সকল প্রেম এবং উত্তাল সকল কবিতা।
আমি মিছিল থেকে ফিরে এসেছি,
ফিরে এসেছি বুলেটের মুখ থেকে।
তোমাকে একটা কবিতা শুনাতে!
বিপন্ন কবি, তোমাকে নিস্তব্ধে ভালবাসে।
লেখক: রুহুল আমিন চকদার (নিবিড়)
রাষ্ট্রবিজ্ঞান বিভাগ,
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০