নীল রং
রিফা সানজিদা রিমু
আমি আজ থেকে নব শপথের
বানে তোমায় ভাসালাম!
পুরোনো পট স্মৃতির আঁচলে
জড়িয়ে নিলাম..
নীরবতায় নই নিবিড়ভাবে
দাঁড়িয়ে গেলাম।
আজ অভিযোগ নেই
নেই কোন সংশয়।
অভিমান যত জমেছে শত শত
সকলি আজি হাওয়ার অমৃত-
আমি গানের কথা না সুর চিনে ছিলাম.....!
আজ দাঁড়িয়ে না,দাঁড়িয়ে থাকা পথ বেছে নিলাম।
তুমি তোমার বিশ্বকে নিজের নামে,
নিজের করে গুছিয়ে নিও.....।
কিছু সময় মন ভালো করা
গান গেয়ে যেও...
একঘেয়েমি লাগলে ভালোবাসায় কবিতা হয়ে থেকো
তোমায় আমি অসীম আকাশের,
নীল রঙ্গে খুঁজে নেবো।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০