মনের সূচিকা
রিফা সানজিদা রিমু
আমি একটা মুক্ত বাঁশির সুর
সোনালী দুপুর
আকাশী-নীল রং এ বুনা শীতলপাটির আলপনায় লুকায় সুখ..!
আমি-
কিছু কবিতা, কিছু কাহিনীতে
মনের সূচিকা।
সকালের নরম ছোঁয়া
চায়ের কাপে আটকে থাকা গীতিকা....!
আমি, দু'চারটি অভিমানী বরফ
গাইতে না পারা পাখির কাকলি।
আমি-
কুয়াশা ঘেরা শহর,
শিশির জমা ঘাসে কাঁটায় প্রহর।
সর্ষেফুলের মালায় গাঁথি
অদৃশ্যলোক!
আমি-
দীর্ঘ শ্বাসে খুঁজে চলা কল্পনা
দীপ্ত অনুরাগে জ্বলে উঠা শিখা
আমি, একটা শীতের চাদর
ভালোবাসার নরম আদর!
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০