প্রয়োজন
রিফা সানজিদা রিমু
একটা আলো জাগিয়ে তোলে,
নরম উষ্ণতা!
একটা আকাশ স্বপ্ন লিখে,
অসীমের কিনারা!
একটা আমি, একলা বসে;
হারিয়ে গোপনে!
দূর-দূরন্তে খুঁজে চলি,
সেই মানুষ কে!
নরম আদর,নরম কথা,নরম গানের সুর....
মিষ্টি মুখের মিষ্টি হাসির-
বৃষ্টিতে ঝড়ে সুখ!
পথ পেরিয়ে অনেক দূরে,
তবুও ফিরতে নাহি চাই!
সময় যেন গভীর ভাজে,
বিলিন হয়ে যায়!
চোখের তারায় সেই মানুষটাই,
মনের পাতায় রয়!
নিজের থেকেও সেই মানুষ কে,
দেখতে মনো চাই!
ইচ্ছে করে ঐ প্রভুরই,
মাটি হয়ে যাই!
আগলে আমি রাখবো তাঁকে-
মায়ের ভালোবাসায়!!
ইচ্ছে করে ঐ কালেমার,
সুর মাধুরি হই...
কন্ঠে তাঁরি , মনের মাঝে-
মালায় গেঁথে রই!
আজকে আমি নিরুপায় হয়ে,
একলা বসে রই!
মা বলে ঐ ডাকছে সবাই,
তবুও তাঁর প্রতিক্ষায় সই!
সবার মনেই আছি আমি,
আমার মনে কই!
একলা আকাশ, একলা আমি,
বইয়ের পাতায় রই!
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০