জাগো-রে তরুণ জাগো-রে নওজোয়ান,
মুক্তির স্লোগান তুলে হও আগুয়ান।
জালিমের জুলুম থেকে যদি চাও বাঁচতে,
তাহলে শপথ নাও জুলুমের সাথে লড়তে।
যদি মুক্তি চাও যদি বাঁচতে চাও চলো একসাথে,
তাহলে হাত মিলাও সামনে আগাও দীপ্ত শপথে।
হাতে নাও মাস্তুল উড়াও নিশান মুক্তির তরে,
কে আছো তরুণ চলো একসাথে মৃত্যুর তরে।
এসেছি মোরা কবর দিতে সকল জুলুমাতের,
হোক না কবর মোদের যারা লালায়িত জান্নাতের।
ভয় দেখিয়ে খুন করিয়ে পালাবে কোথায় স্বৈরাচার,
বীরজনতা হিসাব নিবে করলি যত অনাচার।
দিনে নাটক রাতে আটক আর কত করবি,
নিরবতা ভাঙছে এখন সব হিসাব দিয়ে যাবি।
সর্বত্র লাল বিপ্লব হবে গনহত্যার বিচার হবে,
পালাতে দিবো না মোরা কাঠগড়ায় দেখা হবে।
অবাক পৃথিবী রবে তাকিয়ে তোদেরি দিকে,
ঘৃণায় ফিরিয়ে মুখ বলবে রাজাকার ওইদিকে।
আলী ওসমান শেফায়েত
লেখক ও গবেষক